ক্যাস্পার ইয়ুঙ্কার

ডেনীয় ফুটবল খেলোয়াড়

ক্যাস্পার অলন ইয়ুঙ্কার (ডেনীয়: Kasper Junker; জন্ম: ৫ মার্চ ১৯৯৪; ক্যাস্পার ইয়ুঙ্কার নামে সুপরিচিত) হলেন একজন ডেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ক্যাস্পার ইয়ুঙ্কার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ক্যাস্পার অলন ইয়ুঙ্কার
জন্ম (1994-03-05) ৫ মার্চ ১৯৯৪ (বয়স ৩০)
জন্ম স্থান ভিন্দিং, ডেনমার্ক
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
উরাওয়া রেড ডায়মন্ডস
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯৮–0000 ভিন্দিং
ভাইলে
কোলিং
0000–২০১২ দিউরসলান
২০১২–২০১৩ রানাস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৬ রানাস ১৭ (০)
২০১৫ফ্রেদেরেশিয়া (ধার) (০)
২০১৬–২০১৮ আরহুস ৬১ (৭)
২০১৮–২০১৯ হরসেন্স ২৫ (৩)
২০১৯স্তাবেক (ধার) ১২ (৬)
২০২০ বুদো/গ্লিমত ২৫ (২৭)
২০২১– উরাওয়া রেড ডায়মন্ডস ৩৯ (১৪)
জাতীয় দল
২০১৩ ডেনমার্ক অনূর্ধ্ব-২০ (০)
২০১৬–২০১৭ ডেনমার্ক অনূর্ধ্ব-২১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:০৪, ৬ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:০৪, ৬ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৩ সালে, ইয়ুঙ্কার ডেনমার্ক অনূর্ধ্ব-২০ দলের হয়ে ডেনমার্কের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

ক্যাস্পার অলন ইয়ুঙ্কার ১৯৯৪ সালের ৫ই মার্চ তারিখে ডেনমার্কের ভিন্দিংয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

ইয়ুঙ্কার ডেনমার্ক অনূর্ধ্ব-২০ এবং ডেনমার্ক অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ডেনমার্কের প্রতিনিধিত্ব করেছেন। ডেনমার্কের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "トップチーム" [শীর্ষ দল – উরাওয়া রেড ডায়মন্ডস]। urawa-reds.co.jp (জাপানি ভাষায়)। সাইতামা, বৃহত্তর টোকিও অঞ্চল, জাপান: উরাওয়া রেড ডায়মন্ডস। ২৭ জুলাই ২০২২। ২৭ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২ 
  2. "TEAM PROFILE – URAWA RED DIAMONDS" [দলের প্রোফাইল – উরাওয়া রেড ডায়মন্ডস]। urawa-reds.co.jp (ইংরেজি ভাষায়)। সাইতামা, বৃহত্তর টোকিও অঞ্চল, জাপান: উরাওয়া রেড ডায়মন্ডস। ২৭ জুলাই ২০২২। ২৭ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২ 
  3. "Urawa Red Diamonds – J.LEAGUE" [উরাওয়া রেড ডায়মন্ডস – জে. লিগ]। jleague.co (ইংরেজি ভাষায়)। জাপান: জে লিগ। ২৭ জুলাই ২০২২। ২৭ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা