ক্যান্ডি অ্যান্ড অ্যা কারেন্ট বান

"ক্যান্ডি অ্যান্ড অ্যা কারেন্ট বান" ইংরেজ সঙ্গীতজ্ঞ সিড ব্যারেট রচিত ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের প্রথম একক, "আরনল্ড লেইন"-এর বি-সাইডের একটি গান, যেটি জানুয়ারি ১৯৬৭ সালে প্রকাশিত হয়েছিল।[২] জো বয়েড প্রযোজতি গানটির প্রধান বিষয় ড্রাগ এবং নৈমিত্তিক যৌনতা[৩]

"ক্যান্ডি অ্যান্ড অ্যা কারেন্ট বান"
পিংক ফ্লয়েড কর্তৃক একক
এ-সাইড"আরনল্ড লেইন"
রেকর্ডকৃত২৯ জানুয়ারি ১৯৬৭,
সাউন্ড টেকনিক্স স্টুডিওস
(লন্ডন, যুক্তরাজ্য)
২৭ ফেব্রুয়ারি ১৯৬৭,
ইএমআই স্টুডিওস
(লন্ডন, যুক্তরাজ্য)
ধারাসাইকেডেলিক পপ[১]
দৈর্ঘ্য:৩৮
লেবেলকলাম্বিয়া (ইএমআই) (ইউকে)
টাওয়ার/কাপিটল (ইউএস)
গান লেখকসিড ব্যারেট
প্রযোজকজো বয়েড

কর্মীবৃন্দ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Piper at the Gates of Dawn (3-CD Deluxe Edition)"। AllMusic.com। ৩০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯ 
  2. মাবেট, অ্যান্ডি (১৯৯৫)। The Complete Guide to the Music of Pink Floyd [দ্য কমপ্লিট গাইড টু দ্য মিউজিক অব পিংক ফ্লয়েড] (১ম ইউকে পেপারব্যাক সংস্করণ)। অমনিবাস প্রেস। আইএসবিএন 978-0-7119-4301-8 
  3. Fitch, Vernon (১৯৯৮-১১-০১)। The Pink Floyd Encyclopedia। Collector's Guide Publishing Inc। আইএসবিএন 978-1-896522-44-9 

বহিঃসংযোগ সম্পাদনা