ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর লালমনিরহাট সেনানিবাস দ্বারা পরিচালিত একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট
নীতিবাক্যশৃঙ্খলা জ্ঞান নৈতিকতা
ধরনবেসরকারি স্কুল ও কলেজ
স্থাপিত২০১৪
চেয়ারম্যানব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি
অধ্যক্ষমেজর মোঃ মহিদুর রহমান, পিএসসি, এইসি
প্রশাসনিক ব্যক্তিবর্গ
২৪
শিক্ষার্থী১৪২১
অবস্থান,
৫৫০০
,
ওয়েবসাইটcpscl.edu.bd

ইতিহাস সম্পাদনা

২০১৪ সালের ২৪ ডিসেম্বর এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।[১]

অবস্থান সম্পাদনা

এটি লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা লালমনিরহাট সেনানিবাসের প্রধান ফটক সংলগ্ন।[২]

ভর্তি সম্পাদনা

স্কুল শাখায় নার্সারী হতে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয়। [৩]

কলেজ শাখায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হয়।

লাইব্রেরি সম্পাদনা

এই প্রতিষ্ঠানের লাইব্রেরিতে প্রায় ২৫০০ বই রয়েছে। এর মধ্যে রয়েছে নার্সারী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির পাঠ্যবই, অভিধান, সাধারণ জ্ঞান, ম্যাগাজিন ও উপন্যাস প্রভৃতি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "History « Cantonment Public School & College Lalmonirhat"www.cpscl.edu.bd। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৭ 
  2. "Location Map « Cantonment Public School & College Lalmonirhat"www.cpscl.edu.bd। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৭ 
  3. "Admission Announcement « Cantonment Public School & College Lalmonirhat"www.cpscl.edu.bd। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৭