কোনা এক্সপ্রেসওয়ে

কোনা এক্সপ্রেসওয়ে হল জাতীয় সড়ক ১১৭ (ভারত) এর অংশ।এই এক্সপ্রেসওয়ে কলকাতা ও সাঁতরাগাছি কাছে জাতীয় সড়ক ৬ (ভারত) এর মধ্যে সংযোগ ঘটিয়েছে।এই এক্সপ্রেসওয়ে অংশ হল বিদ্যাসাগর সেতু ।এই সেতু দ্বারাই কোনা এক্সপ্রেসওয়ে কলকাতার সঙ্গে যুক্ত।এর মোট দৈর্ঘ্য ৮ কিলোমিটার ও এক্সপ্রেসওয়েটি ২ লেনের।এই এক্সপ্রেসওয়েতে প্রতিদিন গড়ে ১ লক্ষের বেশি যানবাহন যাতায়াত করে।বর্তমানে এই এক্সপ্রেসওয়ের সম্প্রসারনের কাজ চলছে।

কোনা এক্সপ্রেসওয়ে
পথের তথ্য
দৈর্ঘ্য৮ কিমি (৫.০ মা)
প্রধান সংযোগস্থল
থেকে:কলকাতা
পর্যন্ত:সাঁতরাগাছি (এনএইচ ৬)

তথ্যসূত্র

সম্পাদনা