কোকি হোরাদা

জাপানি ফুটবল খেলোয়াড়

কোকি হোরাদা (জাপানি: 原田虹輝, ইংরেজি: Koki Harada; জন্ম: ৬ আগস্ট ২০০০) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের তৃতীয় স্তর জে৩ লিগের ক্লাব নাগানো পার্সেইরোর হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

কোকি হোরাদা
ব্যক্তিগত তথ্য
জন্ম (2000-08-06) ৬ আগস্ট ২০০০ (বয়স ২৩)
জন্ম স্থান সাইতামা প্রশাসনিক অঞ্চল, জাপান
উচ্চতা ১.৬৯ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
নাগানো পার্সেইরো
(কাওয়াসাকি ফ্রোন্তালে হতে ধারে)
জার্সি নম্বর ২০
যুব পর্যায়
কাওয়াসাকি ফ্রোন্তালে
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২১– কাওয়াসাকি ফ্রোন্তালে (০)
২০২১–গাইনারে তোত্তোরি (ধার) (০)
২০২২–নাগানো পার্সেইরো (ধার) (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬:৩৪, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

কোকি হোরাদা ২০০০ সালের ৬ই আগস্ট তারিখে জাপানের সাইতামায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Japan - AC Nagano Parceiro - Results, fixtures, squad, statistics, photos, videos and news"Soccerway। ২৯ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা