কৈলাইল ইউনিয়ন

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

কৈলাইল ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

কৈলাইল ইউনিয়ন
ইউনিয়ন
১১নং কৈলাইল ইউনিয়ন পরিষদ।
কৈলাইল ইউনিয়ন ঢাকা বিভাগ-এ অবস্থিত
কৈলাইল ইউনিয়ন
কৈলাইল ইউনিয়ন
কৈলাইল ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
কৈলাইল ইউনিয়ন
কৈলাইল ইউনিয়ন
বাংলাদেশে কৈলাইল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪০′৪৪″ উত্তর ৯০°১৩′৫৭″ পূর্ব / ২৩.৬৭৮৮৯° উত্তর ৯০.২৩২৫০° পূর্ব / 23.67889; 90.23250 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
উপজেলানবাবগঞ্জ উপজেলা, ঢাকা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউপি ভবন স্থাপন কাল১৬ অক্টোবর ২০০৬
সরকার
 • চেয়ারম্যানমোঃ পান্নু মিয়া
আয়তন
 • মোট৩৪.৯১ বর্গকিমি (১৩.৪৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারি)
 • মোট২৮,৪৪১ (প্রায়)।
সাক্ষরতার হার
 • মোট৩৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

গ্রামের সংখ্যা: ২১টি
মৌজার সংখ্যা: ০৫টি
মোট জনসংখ্যা: ২৮,৪৪১ জন (প্রায়)।

শিক্ষা সম্পাদনা

সাক্ষরতার হার: ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী সাক্ষরতার হার ৩৫%।
শিক্ষা প্রতিষ্ঠান:

  • সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৮টি
  • বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৩টি
  • উচ্চ বিদ্যালয়: ০৫টি
  • মাদ্রাসা: ০৪টি।

দর্শনীয় স্থান সম্পাদনা

কৈলাইল রওশন গার্ডেন: নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের একটি দর্শনীয় স্থান।[২]

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান: মোঃ পান্নু মিয়া।
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:

 চেয়ারম্যানের নাম দায়িত্বকাল
মোঃ মগল মিয়া
মোঃ জানে আলম চৌধুরী
রতন চৌধুরী
কহিনূর মিয়া
মোঃ বাচ্চু মিয়া
মোঃ শাহা আলম ১৯৯৮-২০০৩
মোঃ মোক্তার হোসেন ২০০৩-২০১৬

গ্রামসমূহের নাম সম্পাদনা

কাটাখালী, গুচ্ছগ্রাম, উত্তর কৈলাইল, দক্ষিণ কৈলাইল, ডিগনারা, তেলেঙ্গা, দড়িকান্দা, দৌলতপুর, নয়াকান্দা, পাড়াগ্রাম, ভাঙ্গাভিটা, মধুপুর, মাতাবপুর, মালিকান্দা, মাশাইল, মেলেং, উত্তর মেলেং, পূর্ব মেলেং, পশ্চিম মেলেং, রায়পুর, সোনার গাঁ।[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কৈলাইল ইউনিয়ন"kailailup.dhaka.gov.bd। ২০২১-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৩ 
  2. "ঘুরে আসুন নবাবগঞ্জের রওশন গার্ডেন | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৩ 
  3. "কৈলাইল ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন"। ২৩ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা

ওয়েবসাইট