কেতেকেশ্বর দেবালয়

তেজপুর শহরের অন্য এক পবিত্র স্থান হচ্ছে "কেতেকেশ্বর" বা স্থানীয় নাগরিকদের পরিচিত "থিয় শিলা"। তেজপুর থেকে প্রায় ২ কি:মি: উত্তরে কেতেকীবাড়ির বাঁশবাড়িতে প্রোথিত আছে বিশ্বের বৃহত্তম শিবলিঙ্গ বলে মনে করা কেতেকেশ্বর। এটি গুপ্ত যুগের নিদর্শন বলে অনুমান করা হয়। রাজমোহন নাথ, তত্ত্বভূষণের ‘গৌরবময় আসাম’-এ এই কেতেকেশ্বর সম্পর্কে ছবির সাথে উল্লেখ আছে এই বলে – "এই দীঘল আরু পঞ্চমূখী শিবলিঙ্গটো ভূতি বর্ম্মা আদিয়ে কামরূপীয় রজা সকল পূজা করা হাটকেশ্বর শিব লিঙ্গ বলে অনুমান হয়"। প্রায় ৯ হাত দৈর্ঘ্যের এবং ৪ হাত বেড়ের এই শিবলিঙ্গের কাছে পড়ৈ আছে বৃহদাকার যোনীপীঠ [১]

কেতেকেশ্বর দেবালয়
কেতেকেশ্বর দেবালয়ের শিবলিঙ্গ
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম

তথ্যসূত্র সম্পাদনা

  1. শান্তনু বরুয়া (২০০৪)। তেজপুর, একটি শহর অনেক কাহিনী। তেজপুর মহোৎসব উদ্‌যাপন কমিটি ২০০৪। পৃষ্ঠা ১১।