হন্ডা কেস্কে
জাপানি ফুটবলার
(কেইসুকে হোন্ডা থেকে পুনর্নির্দেশিত)
হন্ডা কেইসুকে (জাপানি: 本田圭佑; জন্ম: ১৩ জুন ১৯৮৬; সেত্সু, ওসাকা জাপান) জাপানি ফুটবলার যে বর্তমানে ইতালীয় ক্লাব এসি মিলানের ও জাপান জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন। তিনি মাঝমাঠের আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে মূলত খেলে থাকেন কিন্তু এর পাশাপাশি দ্বিতীয় স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। তিনি তার ফ্রি কিক, ড্রিবলিং ও ডেড বল বিষয়ক দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হন্ডা কেইসুকে | ||
জন্ম | ১৩ জুন ১৯৮৬ | ||
জন্ম স্থান | সেত্সু, ওসাকা জাপান | ||
উচ্চতা | ১.৮২ মি (৬ ফু ০ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | অ্যাটাকিং মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | এসি মিলান | ||
জার্সি নম্বর | ১০ | ||
যুব পর্যায় | |||
১৯৯৪–১৯৯৮ | সেত্সু ফুটবল ক্লাব | ||
১৯৯৯-২০০১ | গাম্বা ওসাকা | ||
২০০২-২০০৪ | সাইরিয় উচ্চ বিদ্যালয় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৫-২০০৭ | নাগোয়া ক্যাম্পাস | ৯০ | (১) |
২০০৮-২০১০ | ভিভিভি ভেলনো | ৬৮ | (২৪) |
২০১০-২০১৪ | সিএসকেএ মস্কো | ৯৪ | (২০) |
২০১৪– | এসি মিলান | ১৪ | (১) |
জাতীয় দল‡ | |||
২০০৫ | জাপান অনূর্ধ্ব ২০ | ১ | (০) |
২০০৬-২০০৮ | জাপান অনূর্ধ্ব ২০ | ১৮ | (৫) |
২০০৮– | জাপান | ৫৩ | (২০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:০৪, ১৯ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৫ মার্চ ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক। |
তিনি ২০০৮ থেকে এখন জাতীয় দলের হয়ে পর্যন্ত পঞ্চাশের অধিক ম্যাচ খেলেছেন, এর মধ্যে ২০১০ ফিফা বিশ্বকাপ ও ২০১১ এএফসি এশিয়ান কাপ রয়েছে। ২০১১ এশিয়ান কাপে জাপান চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ও তাকে টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচন করা হয়।
ক্যারিয়ার
সম্পাদনাক্লাব
সম্পাদনাসর্বশেষ ২০১৪ সালে ১৯ মে অবধি পর্যন্ত হালনাগাদকৃত পরিসংখ্যান:
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | লিগ কাপ | মহাদেশীয় | অন্যান্য | সর্বমোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
নাগোয়া ক্যাম্পাস | ২০০৪ | ০ | ০ | - | ১ | ০ | - | - | ১ | ০ | |||
২০০৫ | ৩১ | ২ | ২ | ০ | ২ | ০ | - | - | ৩৫ | ২ | |||
২০০৬ | ২৯ | ৬ | ১ | ০ | ৪ | ২ | - | - | ৩৪ | ৮ | |||
২০০৭ | ৩০ | ৩ | ২ | ০ | ৩ | ০ | - | - | ৩৫ | ৩ | |||
সর্বমোট | ৯০ | ১১ | ৫ | ০ | ১০ | ২ | ০ | ০ | ০ | ০ | ১০৫ | ১৩ | |
ভিভিভি ভেলনো | ২০০৭-০৮ | ১৪ | ২ | - | - | - | ৩ | ০ | ১৭ | ২ | |||
২০০৮-০৯ | ৩৬ | ১৬ | ১ | ০ | - | - | - | ৩৭ | ১৬ | ||||
২০০৯-১০ | ১৮ | ৬ | ২ | ২ | - | - | - | ২০ | ৮ | ||||
সর্বমোট | ৬৮ | ২৪ | ৩ | ২ | ০ | ০ | ০ | ০ | ৩ | ০ | ৭৪ | ২৬ | |
সিএসকেএ মস্কো | ২০১০ | ২৮ | ৪ | ৫ | ০ | - | ১২ | ২ | ১ | ০ | ৪৬ | ৬ | |
২০১১-১২ | ২৫ | ৮ | ১ | ০ | - | ১ | ০ | ১ | ০ | ২৮ | ৮ | ||
২০১২-১৩ | ২৩ | ৭ | ৩ | ১ | - | ২ | ১ | - | ২৮ | ৯ | |||
২০১৩-১৪ | ১৮ | ১ | ০ | ০ | - | ৫ | ২ | ১ | ২ | ২৪ | ৫ | ||
সর্বমোট | ৮৯ | ২০ | ৯ | ১ | ০ | ০ | ২০ | ৫ | ৩ | ২ | ১২১ | ২৮ | |
এসি মিলান | ২০১৩-১৪ | ১৪ | ১ | ২ | ১ | - | - | - | ১৬ | ২ | |||
সর্বমোট | ১৪ | ১ | ২ | ১ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ১৬ | ২ | |
ক্যারিয়ার সর্বমোট | ২৬১ | ৫৬ | ১৯ | ৪ | ১০ | ২ | ২০ | ৫ | ৬ | ২ | ৩১৬ | ৬৯ |
আন্তর্জাতিক
সম্পাদনাজাপান জাতীয় ফুটবল দল | ||
---|---|---|
বছর | উপস্থিতি | গোল |
২০০৮ | ১ | ০ |
২০০৯ | ১০ | ৩ |
২০১০ | ১২ | ৩ |
২০১১ | ৮ | ২ |
২০১২ | ৯ | ৪ |
২০১৩ | ১২ | ৮ |
২০১৪ | ১ | ০ |
সর্বমোট | ৫৩ | ২০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "National Team Squad"। Japan Football Association। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৪।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে হন্ডা কেস্কে সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- দাপ্তরিক ওয়েবসাইট
- হন্ডা কেস্কে – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- হন্ডা কেস্কে সিএসকেএ মস্কো প্রোফাইল