কৃষ্ণা তিথি খান ১৯৮৯ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম তাপস কুমার খান এবং মাতার নাম নিভা রানী খান। কৃষ্ণা তিথি মূলত একক পর্যায়ের গায়ক, তিনি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ তালিকাভুক্ত একজন সঙ্গীত শিল্পী।[১][২] তিনি একজন বাংলাদেশী বিদেশী গায়ক এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮টি রাজ্য গান গেয়েছিলেন। [৩] ২০১৬ সালে তিনি "নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি", "স্টেট সেনেট", "সিটি কাউন্সিল" এর সম্মান পান। [৪]

কৃষ্ণা তিথি খান
জন্ম
কৃষ্ণা তিথি খান

(1989-12-13) ১৩ ডিসেম্বর ১৯৮৯ (বয়স ৩৪)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
উচ্চতা৫.৫ ফুট
ওয়েবসাইটwww.krishnatithi.com

পেশা সম্পাদনা

তিনি তার বাবার মাধ্যমে শৈশবে গান গাওয়া শুরু করেন। ২০০০-২০০৬ সালে তিনি ছায়ানট এবং জাতীয় নজরুল একাডেমি থেকে সংগীত অনুশীলন করেন। তিনি ২০০৪ সালে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ রেডিওতে সংগীত গায়িকা হিসাবে তালিকাভুক্তি হন। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Krishna Tithi Khan: A versatile voice"। The Daily Star। The Daily Star। ৩১ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯ 
  2. "নিউইয়র্ক সিটি ও ষ্টেট সম্মাননা পেলেন সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথি"। usanewsonline.com। ৯ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "যুক্তরাষ্ট্রে গানের সম্মাননা পেলেন কৃষ্ণা তিথি"bdnews24.com। bdnews। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৯ 
  4. "নিউইয়র্কে সম্মাননায় কৃষ্ণা তিথি"। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৯