কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি কুষ্টিয়া জেলার একটি প্রাচীতম গ্রন্থাগার।[১] ১৯১০ সালে কুষ্টিয়ার স্বনামধন্য জমিদার ও ব্যক্তিদের মাধ্যমে গ্রন্থাগারটি স্থাপিত হয়।
দেশ | বাংলাদেশ |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯১০ |
অবস্থান | এনএস রোড, থানা পাড়া, কুষ্টিয়া |
সংগ্রহ | |
সংগৃহীত আইটেম | ২৫,০০০ (প্রায়) |
অন্যান্য তথ্য | |
কর্মচারী | ০৫ জন |
মানচিত্র | |
ইতিহাস
সম্পাদনাপ্রতিষ্ঠার ইতিহাস
সম্পাদনা১৯১০ সালে নদিয়া জেলার অন্তর্গত কুষ্টিয়া মহকুমার তৎকালীন প্রশাসক কৃষ্ণদয়াল প্রামণিক-এর উৎসাহ পেয়ে গৌরিশঙ্কর আগরওয়াল একটি গ্রন্থাগার প্রতিষ্ঠার জন্য কুষ্টিয়া শহরের নবাব সিরাজউদ্দৌলা রোডে (এনএস রোড) ১০ কাঠা জমি দান করেন। বাড়াদীর জমিদার হরিশচন্দ্র রায় গ্রন্থাগারের ভবনটি নির্মাণ করে দেন।
যুদ্ধ ও রাজনৈতিক প্রভাব
সম্পাদনাপ্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গ্রন্থাগাটির যথেষ্ট ক্ষতি হয়। ভারত উপমহাদেশ বিভক্তির কারণে গ্রন্থাগারের অনেক পৃষ্ঠপোষক ভারতে চলে যান। ফলে গ্রন্থাগারটি প্রায় অচল হয়ে যায়। ১৯৪৭-১৯৫২ সাল পর্যন্ত গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ ছিল। গ্রন্থাগারের সবচেয়ে বেশি ক্ষতি হয় এটি স্থানান্তরের ফলে। সরকারি প্রয়োজনে সাময়িক ভিত্তিতে গ্রন্থাগার ভবনটি দখল নেয় এবং গ্রন্থাগারটি মহকুমা কার্যালয়ে স্থানান্তর করা হয়। গ্রন্থাগার স্থানান্তরের সময় ভূমিস্বত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিলপত্র হারিয়ে যায়। পাকিস্তান সরকারের সময়ে ডাকবাংলো নির্মাণ করলে গ্রন্থাগারের কিছু জমি নেওয়া হয়।
বর্তমান অবস্থা
সম্পাদনাবর্তমানে গ্রন্থাগারের বইয়ের সংখ্যা ২৫,০০০ এর বেশি। প্রতিষ্ঠার পর থেকেই একটি গ্রন্থাগার পরিচালনা পরিষদ গ্রন্থাগারের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে গ্রন্থাগারের দৈনন্দন কার্যাবলী সম্পন্ন করার জন্য ০৫ জন কর্মচারী রয়েছেন এবং পাঠকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। শুধুমাত্র গ্রন্থাগার ভবনের নিচ তলায় গ্রন্থাগারটি পরিচালিত হচ্ছে। দ্বিতীয় তলা অন্য প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে। বর্তমানে গ্রন্থাগারের সামনের মাঠে বিভিন্ন মেলার আয়োজন হয়ে থাকে।
গ্রন্থাগার ভবন
সম্পাদনা১৯১০ সালে বাড়াদীর জমিদার হরিশচন্দ্র রায় চৌধুরী গ্রন্থাগারের ভবনটি নির্মাণ করে দিয়েছিলেন। ভবনের উভয় তলাতেই সম্মুখদিকে বারান্দা রয়েছে এবং জোড়া গোলাকার স্তম্ভ রয়েছে। বর্তমানে মোট জমির পরিমাণ ০.৩৯৮৭ একর (১,৬১৩ মি২)।
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি | |
---|---|
সাধারণ তথ্য | |
অবস্থা | চালু |
স্থাপত্য রীতি | ব্রিটিশ স্থাপত্য |
অবস্থান | থানা পাড়া |
শহর | কুষ্টিয়া |
দেশ | বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৫৪′৩০″ উত্তর ৮৯°০৭′৪৬″ পূর্ব / ২৩.৯০৮৪৪৯৮° উত্তর ৮৯.১২৯৩৯২৮° পূর্ব |
খোলা হয়েছে | ১৯১০ |
পুনঃসংস্কার |
|
কারিগরী বিবরণ | |
তলার সংখ্যা | ২ |
আরও দেখুন
সম্পাদনাগ্রন্থপঞ্জি
সম্পাদনা- মোঃ রেজাউল করিম (ডিসেম্বর ২০২২)। কুষ্টিয়ার প্রত্ননিদর্শন। ৩৮/২ক বাংলাবাজার, ঢাকা ১১০০: গতিধারা। পৃষ্ঠা ১১৬–১১৮। আইএসবিএন 978-984-8950-41-8।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিনিধি, কুষ্টিয়া (২০১৭-০৪-২৮)। "কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির হালচাল"। বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৬।