কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল

কুষ্টিয়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল বা স্টেশন

কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল কুষ্টিয়া শহরে অবস্থিত একটি বাস টার্মিনাল। ১৯৯৯ সালে কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে টার্মিনালটি নির্মাণ করা হয়।[১] এটি চৌড়হাস বাস টার্মিনাল নামেও পরিচিত।[২]

কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল
কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল
বাস টার্মিনাল
অন্যান্য নামচৌড়হাস বাস টার্মিনাল
অবস্থানকুষ্টিয়া-ঢাকা মহাসড়ক
কুষ্টিয়া
 বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৫৩′২৮″ উত্তর ৮৯°০৭′০১″ পূর্ব / ২৩.৮৯১০৬২০° উত্তর ৮৯.১১৬৮১২৬° পূর্ব / 23.8910620; 89.1168126
মালিকানাধীনকুষ্টিয়া পৌরসভা
নির্মাণ
পার্কিংআছে
সাইকেলের সুবিধানাই
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
ইতিহাস
চালু১৯৯৯; ২৫ বছর আগে (1999)
অবস্থান
মানচিত্র

অবস্থান

সম্পাদনা

বাস টার্মিনালটি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার আদর্শপাড়ায় অর৭১০ আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত। কুষ্টিয়া শহরের মজমপুর থেকে টার্মিনালের দুরত্ব ৩.১ কিলোমিটার।

টার্মিনালের -

অবকাঠামো

সম্পাদনা

টার্মিনালের মোট আয়তন প্রায় ৮ একর (৩২,০০০ মি)। টার্মিনালের মূল ভবনটি একতলা বিশিষ্ট। টার্মিনালে প্রবেশ ও বাহির হওয়ার জন্য দক্ষিণ ৩টি প্রধান রাস্তা এবং উত্তর দিকে ২টি সংযোগ রাস্তা রয়েছে। মূল ভবনের পূর্ব - দক্ষিন দিকে একটি গণসৌচাগার রয়েছে।

প্লাটফর্ম

ভবনের দক্ষিণ দিক ব্যতিত সকল দিকেই প্লাটফর্ম রয়েছে। এছাড়াও উত্তর দিকে ১২০ মিটার দীর্ঘ প্লাটফর্ম রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট (২০১৮-১১-২১)। "উন্নয়নের ছোঁয়া লাগেনি কুষ্টিয়া বাস টার্মিনালে"বার্তা৩৪.কম। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৮ 
  2. আমানুর আমান (২০২২-১০-০২)। "কুষ্টিয়া-মেহেরপুর সড়ক: বাস মালিকদের হাতে জিম্মি যাত্রীরা"দি ডেইলি স্টার - বাংলা। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৮