কুশুরা ইউনিয়ন

ঢাকা জেলার ধামরাই উপজেলার একটি ইউনিয়ন

কুশুরা ইউনিয়ন বাংলাদেশের ঢাকা জেলার একটি প্রশাসনিক এলাকা।

কুশুরা
ইউনিয়ন
কুশুরা ইউনিয়ন পরিষদ
*
কুশুরা ঢাকা বিভাগ-এ অবস্থিত
কুশুরা
কুশুরা
কুশুরা বাংলাদেশ-এ অবস্থিত
কুশুরা
কুশুরা
বাংলাদেশে কুশুরা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৭′২২″ উত্তর ৯০°৬′৪৭″ পূর্ব / ২৩.৯৫৬১১° উত্তর ৯০.১১৩০৬° পূর্ব / 23.95611; 90.11306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
উপজেলাধামরাই উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২৪.৬৯ বর্গকিমি (৯.৫৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৪,১৮৬
 • জনঘনত্ব৯৮০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৫.৩৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও আয়তন সম্পাদনা

এই ইউনিয়নটি ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলায় অবস্থিত।[১]

এর আয়তন ২৪.৬৯ বর্গ কিঃমিঃ/৯.৫৩ বর্গ মাইল।

ইতিহাস সম্পাদনা

কুশুরা ইউনিয়নটি ধামরাই উপজেলার একটি অন্যতম ইউনিয়ন। ইউনিয়নটি প্রাচীন এবং বংশী নদীর তীরে অবস্থিত।

শিক্ষা সম্পাদনা

কুশুরা অঞ্চলের শিক্ষা ব্যবস্থা আগে থেকেই সমৃদ্ধ। বিশেষ করে ১৯৪১ সালে আব্বাস আলি তার নামে একটি হাই স্কুল প্রতিষ্ঠিত করে এবং নবযুগ কলেজ স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। তাছাড়া এখানে প্রাথমিক বিদ্যালয় ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য কুশুরা আব্বাস আলি উচ্চ বিদ্যালয় ধামরাই উপজেলার মধ্যে একটি স্বনামধন্য স্কুলের খেতাব অর্জন করেছে। এছাড়া বেরশ শিবনাথ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে পুরাতন উচ্চ বিদ্যালয়, এছাড়া দেওখুলা রিয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসা অন্যতম।

কৃষি সম্পাদনা

কুশুরা ইউনিয়ন কৃষি নির্ভর এখানকার অধিকাংশই মাটিই দোআঁশ থেকে বেলে দোআঁশ। এখানকার প্রধান ফসল হচ্ছে,

  1. ধান
  2. পাট
  3. ভুট্টা
  4. লেবু
  5. আলু

তবে এই ইউনিয়নের মধ্যে দেওখুলা গ্রামে প্রচুর পরিমানে ধানের আবাদ হয়ে থাকে।

গ্রামের নাম ও জনসংখ্যার তালিকা [২] সম্পাদনা

গ্রামভিত্তিক লোকসংখ্যা

  • ২০১১ এর আদমশুমারি অনুযায়ি


রামদাইর ৬০০+

মধুডাঙ্গা ৭৬৫

নাটের খোলা ৭১

বংখরতলা ৭২

গোলাইল ৫৫৯

টোপেরবাড়ী ১৭২০

চন্দ্রবাড়ী ৪৩

ডালিপাড়া ৩৬৫

বান্নল ৬২৫

পানকাত্তা ৪

বোচার বাড়ী ২৫৮

বৈন্যা ৯৪৪

মাইঝাল ৬৫

বনবাড়ী ২২০

সাইট্রাবাড়ী ৩২৫

বেংরোয়া ১৭১

হাটের কান্দা ৬১

শৈলধরা ১৪২

আগ গাড়াইল ২৮৫

হাট কুশুরা ৪১৩

বাইচাইল ২১০

কান্টাহাটী ৯৮৭

বেকী গাড়াইল ৩৪৬

পাড়াগ্রাম ৬১২

দূর্গাপুর গাড়াইল ৪১৭

শুলশুলিয়া ১২৯

হালুয়াপাড়া ৭১৬

হরিদাসপুর ৫৮৭

কাঠালিয়া ৫৭২

খাগরমোড়া ৩৭

কুনি কুশুরা ৩৪৯

দেওখোলা ২১৭

কুশুরা ৪৪৯

নিমাতলী ৬৩

বাইনবাড়ী ৫৩

পূর্ব বাউজা ১৪৮

নবগ্রাম

৮৯৩

পশ্চিম বাউজা ২৪৩

নরসিংহপুর ৪৮৮

রাধা নগর ২৭৮

লোচনখোলা ৮৫

শাসন ৫৮৮

শাখুয়া ১৬২

শ্রীপুর ১৬৬

কুলিন্দা ২৯৪

বান্নাখোলা ১১১৩

ভূরবাড়ীয়া ৬০০

এক নজরে কুশুরা ইউনিয়ন পরিষদ সম্পাদনা

[৩] অবস্থানঃ টোপের বাড়ী

স্থাপিতঃ ১৯৮৬ কোড নং -৫৯

জমির পরিমাণঃ ১.২৯ একর

আয়তনঃ ৬১০২

জনসংখ্যাঃ ২৪১৮৬ জন, পুরুষ-১২১০৪ জন,মহিলা-১২০৮২ জন।

শিক্ষিতের হারঃ ৪৬.৮৩ % পুরুষ - ৫৩.৬৪ % মহিলা- ৪০.১৬ %

মোট বাড়ীঃ ৫৩৮৭ টি

মোট মৌজাঃ ৪১ টি

মোট গ্রামঃ ৪৮ টি

হাট বাজারঃ ২ টি

পাকা রাস্তাঃ ১৪ কি.মি

কাচা রাস্তাঃ ৭০ কি.মি

সেতু/কালবার্টঃ ২২ টি

গ্রাম প্রতিরাক্ষা দলের সদস্যঃ ১০ জন

বেসরকারী বিশ্ববিদ্যালয়ঃ ১টি

মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩ টি

মাদ্রাসাঃ ১১ টি

সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ১৩ টি

বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ২টি

কিন্ডার গার্ডেনঃ ০৬ টি

মসজিদঃ ৪৬ টি

মন্দিরঃ ১৪ টি

লাইব্রেরিঃ ১ টি

ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ঃ ১ টি

কমিউনিটি ক্লিনিকঃ ৩ টি

সাব পোষ্ট অফিসঃ ৩ টি

এনজিওঃ ৭ টি

ইউনিয়ন তহসিল অফিসঃ ১ টি

রুপালি ব্যাংকঃ ১টি

ইসলামি ব্যাংকঃ ১ টি

ইটের ভাটাঃ ৭ টি

সমিলঃ ৫ টি

আইসক্রিম ফ্যাক্টুরিঃ ১ টি

ছাপাখানাঃ ১ টি

ইউনিয়ন কৃষি অফিসঃ ১ টি

ইউনিয়ন পশু অফিসঃ ১ টি

ইউনিয়ন মৎস অফিসঃ ১ টি

ইউনিয়ন ভূমি অফিসঃ ১ টি

কবরস্থানঃ ২০ টি

শ্বশান ঃ ৬ টি

পাওয়ার পাম্পঃ ৫ টি

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

বেনজীর আহমদ

এম এ মালেক (রাজনীতিবিদ)

  • মোঃ নূরুজ্জামান: ইউপি চেয়ারম্যান


  • মোঃ সবুজ হোসেন

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা