কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন

এটি বাংলাদেশের কুমিল্লা সিটি কর্পোরেশনে অবস্থিত কুমিল্লা মহানগরীর নাগরিকদের বিনোদনের জন্য একটি চিড়িয়াখানা

কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন
খোলার তারিখ১৯৮৬
অবস্থানশহীদ সামসুল হক সড়ক, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা
আয়তন১০ একর
প্রাণীর সংখ্যা১৮
প্রজাতির সংখ্যা১২
প্রধান প্রদর্শনসমূহএশিয়ান কালো ভাল্লুক, মায়া হরিণ, চিত্রা হরিণ
স্বত্বাধিকারীবাংলাদেশ সরকার
মানচিত্র

চিড়িয়াখানা হল প্রাথমিকভাবে শুষ্ক সুবিধা প্রদানকারী স্থান যেখানে প্রাণীদের পরিবেষ্টন সীমাবদ্ধ থাকে এবং জনসাধারণের নিকট তা প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

কুমিল্লা চিড়িয়াখানার ঘোড়া

ইতিহাস সম্পাদনা

১৯৮৬ সালে কুমিল্লা নগরীর কালিয়াজুরি মৌজায় জেলা প্রশাসকের বাংলোর পাশে ১০.১৫ একর জমিতে কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলা হয়। জেলা পরিষদ এ ভূমির মালিক জেলা প্রশাসন, ব্যবস্থাপনায় রয়েছে।

পশুপাখি সম্পাদনা

বর্তমান মাত্র ১৬টি পশুপাখি এখানে রয়েছে, সাতটি ভিন্ন প্রজাতির বানর, দুইটি ভাল্লুক, দুটি জলকুক্কুট, দুই মিশরীয় মুরগি, একটি পাইথন এবং একটি খরগোশ।

গ্যালারি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বাংলা নিউজ২৪

দৈনিক আমাদের সময় ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ এপ্রিল ২০১৮ তারিখে