কুমারখালী থানা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি থানা। কুমারখালী উপজেলা নিয়ে এই থানা গঠিত হয়েছে। ১৮৫৭ সালে এই থানাটি প্রতিষ্ঠিত হয়।[১] কুষ্টিয়া জেলার ৩টি পুলিশ ফাঁড়ির মধ্যে একটি (কুমারখালী শহর পুলিশ ফাঁড়ি) কুমারখালী থানায় অবস্থিত।[২]

কুমারখালী থানা
থানা
কুমারখালী থানা বাংলাদেশ-এ অবস্থিত
কুমারখালী থানা
কুমারখালী থানা
বাংলাদেশে কুমারখালী থানার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫১′৩৮″ উত্তর ৮৯°১৪′২০″ পূর্ব / ২৩.৮৬০৫১২৭° উত্তর ৮৯.২৩৮৯২০৫° পূর্ব / 23.8605127; 89.2389205
দেশবাংলাদেশ
বিভাগখুলনা
জেলাকুষ্টিয়া
উপজেলাকুমারখালী
থানা প্রতিষ্ঠিত১৮৫৭; ১৬৬ বছর আগে (1857)[১]
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটpolice.kumarkhali.kushtia.gov.bd

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

কুমারখালী থানা একটি পৌরসভা ও টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত।

পৌরসভা

সম্পাদনা

ইউনিয়ন

সম্পাদনা

পুলিশ ক্যাম্প সমূহ

সম্পাদনা

কুমারখালী থানায় ৪টি স্থায়ী ও ২টি অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে।[২]

স্থায়ী পুলিশ ক্যাম্প

সম্পাদনা
  • পান্টি পুলিশ ক্যাম্প
  • যদুবয়রা পুলিশ ক্যাম্প
  • বাঁধবাজার পুলিশ ক্যাম্প
  • বাঁশগ্রাম পুলিশ ক্যাম্প

অস্থায়ী পুলিশ ক্যাম্প

সম্পাদনা
  • কয়া পুলিশ ক্যাম্প
  • মহেন্দ্রপুর পুলিশ ক্যাম্প

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "এক নজরে কুমারখালী উপজেলা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। জুন ২০১৪। ৯ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৬  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. "কুষ্টিয়া জেলার ক্যাম্প সমূহের নাম"জেলা পুলিশ, কুষ্টিয়া। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৬