কুন-দ্গা'-ব্লো-গ্রোস (চামদো ত্রিরাব)

কুন-দ্গা'-ব্লো-গ্রোস (ওয়াইলি: kun dga' blo gros) (১৪৮৩-১৫৬৬) তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) সপ্তম প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

কুন-দ্গা'-ব্লো-গ্রোস ১৪৮৩ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলের ত্শা-বা (ওয়াইলি: tsha ba) নামক স্থানে জন্মগ্রহণ করেন। ১৫৪৩ খ্রিষ্টাব্দে তাকে ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) সপ্তম প্রধানের পদে দায়িত্ব নিতে অনুরোধ করা হলে তিনি তা গ্রহণ করেন। যদিও বিভিন্ন কারণে মতানৈক্যের জন্য তিনি মাত্র তিন বছর পরেই এই বিহার ছেড়ে খ্যুং-পো (ওয়াইলি: khyung po) নামক স্থানে থাকেন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন শেস-রাব-দ্বাং-পো (ওয়াইলি: shes rab dbang po), যিনি পরবর্তীকালে ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের দশম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chhosphel, Samten (এপ্রিল ২০১০)। "Kunga Lodro"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৬ 
পূর্বসূরী
কুন-দ্গা'-দ্পাল-ল্দান
কুন-দ্গা'-ব্লো-গ্রোস
ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের সপ্তম প্রধান
উত্তরসূরী
দ্গে-'দুন-ব্ক্রা-শিস