দ্গে-'দুন-ব্ক্রা-শিস
দ্গে-'দুন-ব্ক্রা-শিস (ওয়াইলি: dge 'dun bkra shis) (১৪৮৬-১৫৫৭) তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) অষ্টম প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাকুন-দ্গা'-ব্লো-গ্রোস ১৪৮৩ খ্রিষ্টাব্দে মধ্য তিব্বতের ন্যাং-স্তোদ (ওয়াইলি: nyang stod) অঞ্চলের 'ব্রোং-র্ত্সে (ওয়াইলি: 'brong rtse) নামক স্থানে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় দলাই লামা দ্গে-'দুন-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: dge 'dun rgya mtsho), মার-স্তোন-ত্শুল-খ্রিম্স-রিন-ছেন (ওয়াইলি: mar ston tshul khrims rin chen), পান-ছন-ঙ্গো-ম্ত্শার-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: pan chen ngo mtshar rgya mtsho) প্রভৃতি বৌদ্ধ পণ্ডিতেরা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। তিনি গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ে তন্ত্র শিক্ষালাভ করেন। তন্ত্রবিদ্যায় তার পাণ্ডিত্যের জন্য তাকে গ্সাং-ব্দাগ (ওয়াইলি: gsang bdag) উপাধি লাভ করেন। এরপর তিনি ম্গো-য়ুল (ওয়াইলি: mgo yul) ও ল্হো-ছোস-খ্রি-থাং (ওয়াইলি: lho chos khri thang) নামক বৌদ্ধবিহারগুলিতে প্রধানের দায়িত্ব পালন করেন। ১৫৪৬ খ্রিষ্টাব্দে তিনি ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) অষ্টম প্রধানের পদে দায়িত্ব গ্রহণ করেন। ১৫৫০ খ্রিষ্টাব্দে তিনি থুব-ব্স্তান-'দ্জাম-গ্লিং-র্গ্যান-গ্চিগ-ব্ক্রা-শিস-'ও-বার (ওয়াইলি: thub bstan 'dzam gling rgyan gcig bkra shis 'o ba) নামক একটি বিশালাকার মূর্তি নির্মাণ শুরু করান, যা শেষ হতে আট বছর লেগে যায়। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন তৃতীয় দলাই লামা।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Chhosphel, Samten (এপ্রিল ২০১০)। "Gendun Tashi"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৬।
পূর্বসূরী কুন-দ্গা'-ব্লো-গ্রোস |
দ্গে-'দুন-ব্ক্রা-শিস ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের অষ্টম প্রধান |
উত্তরসূরী মি-গ্যো-বা-গ্ঝোন-নু-ব্লো-গ্রোস |