শেস-রাব-দ্বাং-পো (ওয়াইলি: shes rab dbang po) (১৫০০-১৫৮৬) তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) দশম প্রধান ছিলেন।

জন্ম ও শিক্ষা সম্পাদনা

শেস-রাব-দ্বাং-পো ১৫০০ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলে খ্যুং-পো-ল্জাং-শোদ-ক্যিস-জ্লা-থাং (ওয়াইলি: khyung po ljang shod kyis zla thang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ল্হা-ছেন-আ'-গুর (ওয়াইলি: lha chen A 'gur) এবং মাতার নাম ছিল খ্রি-ব্জা'-ম্ত্সো (ওয়াইলি: khri bza' mtso)। সাত বছর বয়সে ছোস-র্জে-খ্রি-গ্সুম-দ্পাল-ব্র্ত্সেগ্স (ওয়াইলি: chos rje khri gsum dpal brtsegs) নামক ভিক্ষুর নিকট দীক্ষালাভ করে তিনি দিল-ম্গো (ওয়াইলি: dil mgo) বৌদ্ধবিহারে ভর্তি হন। সাংস-র্গ্যাস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: khyung po ljang shod kyis zla thang) নামক ভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। তেইশ বছর বয়সে তিনি মধ্য তিব্বত যাত্রা করে সে-রা বৌদ্ধবিহারে শিক্ষালাভ করেন। এই সময় দ্বিতীয় দলাই লামা তার অন্যতম শিক্ষক ছিলেন। দ্গা'-ল্দান বৌদ্ধবিহারে পান-ছেন-ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা (ওয়াইলি: pan chen bsod nams grags pa) নামক পঞ্চদশ দ্গা'-ল্দান-খ্রি-পা এবং ছোস-স্ক্যোং-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: khri bza' mtso) নামক ষোড়শ দ্গা'-ল্দান-খ্রি-পার নিকট শিক্ষালাভ করেন। ১৫২৯ খ্রিষ্টাব্দে দ্বিতীয় দলাই লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন।[১]

পরবর্তী জীবন সম্পাদনা

শিক্ষালাভ শেষ করে দ্বিতীয় দলাই লামার অনুরোধে তিনি খাম্স অঞ্চলে যাত্রা করেন। সেখানে তিনি দিল-ম্গো (ওয়াইলি: dil mgo) এবং 'গ্যাগ (ওয়াইলি: 'gyag) বৌদ্ধবিহারের প্রধানের দায়িত্ব পালন করেন। ১৫৩৩ খ্রিষ্টাব্দে তিনি ঝের-র্ত্সা-ছোস-স্দে (ওয়াইলি: zher rtsa chos sde) বৌদ্ধবিহারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৫৩৬ খ্রিষ্টাব্দে তিনি পো-তি-মা বিহার প্রতিষ্ঠা করেন। ১৫৬০ খ্রিষ্টাব্দে তিনি ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) দশম প্রধানের পদে দায়িত্ব গ্রহণ করেন ও ছয় বছর সেই পদে থাকেন। ১৫৬৬ খ্রিষ্টাব্দে তিনি 'জাম-দ্ব্যাংস-ব্শেস-গ্ন্যেন নামক এক ভিক্ষুকে বিহারের প্রধানের দায়িত্ব প্রদান করে দক্ষিণ খাম্স অঞ্চলে তিন বছর বসবাস করেন। ১৫৬৯ খ্রিষ্টাব্দে 'জাম-দ্ব্যাংস-ব্শেস-গ্ন্যেন (ওয়াইলি: 'jam dbyangs bshes gnyen) মৃত্যুবরণ করলে শেস-রাব-দ্বাং-পো পুনরায় এই বিহারের দায়িত্ব গ্রহণ করেন ও দশ বছর ঐ পদে থাকেন। এই সময় তিনি হাজারের ওপর মূর্তি ও বহু চিত্রকলা নির্মাণ করান। ১৫৭৭ খ্রিষ্টাব্দে তিনি ম্থোং-বা-দোন-ল্দান (ওয়াইলি: mthong ba don ldan) নামক তৃতীয় 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামা এবং স্থানীয় শাসকদের মধ্যে বিবাদের নিষ্পত্তি করেন।[২] ১৫৮০ খ্রিষ্টাব্দে তিনি ল্হা-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: lha dbang chos kyi rgyal mtshan) নামক চতুর্থ র্তা-ত্শাগ-র্জে-দ্রুং উপাধিধারী বৌদ্ধ লামাকে বিহারের প্রধানের দায়িত্ব প্রদান করেন। ১৫৮৭ খ্রিষ্টাব্দে তিনি পো-তি-ছোস-স্দে (ওয়াইলি: po ti chos sde) নামক স্থানে মৃত্যুবরণ করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chhosphel, Samten (মে ২০১০)। "Jedrung Sherab Wangpo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৮ 
  2. Chhosphel, Samten (মে ২০১০)। "The Fourth Tatsak Jedrung, Lhawang Chokyi Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৭ 
পূর্বসূরী
মি-গ্যো-বা-গ্ঝোন-নু-ব্লো-গ্রোস
শেস-রাব-দ্বাং-পো
ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের নবম প্রধান
উত্তরসূরী
'জাম-দ্ব্যাংস-ব্শেস-গ্ন্যেন