ছোস-স্ক্যোং-র্গ্যা-ম্ত্শো

তিব্বতি বৌদ্ধ ভিক্ষু, গানদেন ত্রিপা

ছোস-স্ক্যোং-র্গ্যা-ম্ত্শো (তিব্বতি: ཆོས་སྐྱོང་རྒྱ་མཚོওয়াইলি: chos skyong rgya mtsho) (১৪৭৩-১৫৩৯) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ষোড়শ দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

ছোস-স্ক্যোং-র্গ্যা-ম্ত্শো তিব্বতের দ্বু-স্তোদ-র্গ্যা-রা-ম্গুর (ওয়াইলি: dbu stod rgya ra mgur) নামক স্থানে ১৪৭৩ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। কম বয়সে তিনি ব্রাগ-দ্বার নামক স্থানে সূত্র ও তন্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। পরবর্তীকালে লাসা শহরের তন্ত্র মহাবিদ্যালয়ে র্গ্যুদ-ছেন-শেস-রাব-ব্জাং-পো নামক তন্ত্রসাধকের নিকট তিনি উচ্চমার্গের তন্ত্র শিক্ষা করেন। শিক্ষালাভের শেষে তিনি ঐ প্রতিষ্ঠানে ও দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৫৩৫ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ষোড়শ দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে মনোনীত হন এবং পাঁচ বছর ঐ পদে থাকেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Chhosphel, Samten (সেপ্টেম্বর ২০১০)। "The Sixteenth Ganden Tripa, Chokyong Gyatso"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০২ 
পূর্বসূরী
পান-ছেন-ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা
ছোস-স্ক্যোং-র্গ্যা-ম্ত্শো
ষোড়শ দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
র্দো-র্জে-ব্জাং-পো