কুইন্স পার্ক রেঞ্জার্স ফুটবল ক্লাব
কুইন্স পার্ক রেঞ্জার্স ফুটবল ক্লাব (ইংরেজি: Queens Park Rangers Football Club; এছাড়াও কুইন্স পার্ক রেঞ্জার্স এফসি অথবা শুধুমাত্র কুইন্স পার্ক রেঞ্জার্স নামে পরিচিত) হচ্ছে লন্ডন ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৮৮২ সালে ক্রাইস্টচার্চ রেঞ্জার্স এবং সেইন্ট জুডেস ইনিস্টিউটকে একত্রীভূত করে প্রতিষ্ঠিত হয়েছে। কুইন্স পার্ক রেঞ্জার্স তাদের সকল হোম ম্যাচ লন্ডনের কিয়ান প্রিন্স ফাউন্ডেশন স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৮,৪৩৯। ক্লাবটি গঠনের পর প্রারম্ভিক বছরে তাদের নিজস্ব মাঠ ছিল কুইন্স পার্ক। উক্ত সময়ে তাদের খেলাগুলো বিভিন্ন মাঠে খেলা আয়োজন করা হতো। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন গ্যারেথ অ্যাইন্সওর্থ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন অমিত ভাটিয়া। বর্তমানে বসনীয় গোলরক্ষক আসমির বেগোভিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | কুইন্স পার্ক রেঞ্জার্স ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | দ্য সুপারহুপ্স, দ্য আরএস, রেঞ্জার্স | ||
সংক্ষিপ্ত নাম | কিউপিআর | ||
প্রতিষ্ঠিত | ১৮৮২ | ||
মাঠ | কিয়ান প্রিন্স ফাউন্ডেশন স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা | ১৮,৪৩৯[১] | ||
মালিক | টোটাল সকার গ্রোথ (রুবেন নানলিঙ্গম – ৫১% টিউন গ্রুপ – ৪৬%) সি ড্রিম (লক্ষ্মী মিত্তল – ৩%) | ||
সভাপতি | অমিত ভাটিয়া | ||
ম্যানেজার | গ্যারেথ অ্যাইন্সওর্থ | ||
লিগ | ইএফএল চ্যাম্পিয়নশিপ | ||
২০২২–২৩ | ২০তম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ঘরোয়া ফুটবলে, কুইন্স পার্ক রেঞ্জার্স এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি ইএফএল চ্যাম্পিয়নশিপ এবং ১টি ফুটবল লিগ কাপ শিরোপা রয়েছে।
অর্জন
সম্পাদনাউৎস: [৩]
- প্রথম বিভাগ
- রানার-আপ: ১৯৭৫–৭৬
- দ্বিতীয় বিভাগ
- তৃতীয় বিভাগ
- এফএ কাপ
- রানার-আপ: ১৯৮১–৮২
- লিগ কাপ
- এফএ কমিউনিটি শিল্ড
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Queens Park Rangers"। The Football League। ২৪ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Queens Park Rangers"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২০।
- ↑ "History"। QPR.co.uk। Queens Park Rangers FC।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- কুইন্স পার্ক রেঞ্জার্স ফুটবল ক্লাব - বিবিসি স্পোর্টস: ক্লাব সংবাদ - সাম্প্রতিক ফলাফল - পরবর্তী সময়সূচী - ক্লাব তারকাবৃন্দ