কুইন্স পার্ক ওভাল

(কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ থেকে পুনর্নির্দেশিত)

কুইন’স পার্ক ওভাল (ইংরেজি: Queen's Park Oval) ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী পোর্ট অব স্পেনে অবস্থিত বিখ্যাত ক্রিকেট মাঠ। ক্যারিবিয় দ্বীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজের সর্বাধিক দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠ হিসেবে এর সবিশেষ পরিচিতি রয়েছে। এটি ২৫,০০০ দর্শক ধারণে সক্ষম। ক্যারিবিয় দ্বীপপুঞ্জে অবস্থিত যে-কোন স্টেডিয়ামের তুলনায় এখানে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপের বেশ কয়েকটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। কুইন্স পার্ক ক্রিকেট ক্লাবের নিজস্ব মাঠ এটি। ত্রিনিদাদ ও টোবাগো ক্রিকেট দল তাদের নিজস্ব অধিকাংশ খেলাই এ মাঠে খেলে থাকে। এ মাঠে ক্রিকেট ছাড়াও ঘরোয়া এবং আন্তর্জাতিক ফুটবল খেলাও অনুষ্ঠিত হয়।

কুইন্স পার্ক ওভাল
দি ওভাল
স্টেডিয়ামের তথ্যাবলি
অবস্থানপোর্ট অব স্পেন, ত্রিনিদাদ ও টোবাগো
দেশওয়েস্ট ইন্ডিজ
প্রতিষ্ঠা১৮৯৬
ধারণক্ষমতা২৫,০০০
স্বত্ত্বাধিকারীকুইন্স পার্ক ক্রিকেট ক্লাব
প্রান্তসমূহ
প্যাভিলিয়ন এন্ড
মিডিয়া সেন্টার এন্ড
আন্তর্জাতিক খেলার তথ্য
প্রথম পুরুষ টেস্ট১ ফেব্রুয়ারি ১৯৩০:
ওয়েস্ট ইন্ডিজ  বনাম  ইংল্যান্ড
সর্বশেষ পুরুষ টেস্ট৬ মার্চ ২০০৯:
ওয়েস্ট ইন্ডিজ  বনাম  ইংল্যান্ড
প্রথম পুরুষ ওডিআই৯ মার্চ ১৯৮৩:
ওয়েস্ট ইন্ডিজ  বনাম  ভারত
সর্বশেষ পুরুষ ওডিআই১২ এপ্রিল ২০০৮:
ওয়েস্ট ইন্ডিজ  বনাম  শ্রীলঙ্কা
ঘরোয়া দলের তথ্য
কুইন্স পার্ক ক্রিকেট ক্লাব (১৮৯৬ – বর্তমান)
২৩ এপ্রিল ২০০৮ অনুযায়ী
উৎস: Cricinfo

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা


আরও দেখুন সম্পাদনা