কীচক

মহাভারতের চরিত্র

হিন্দু মহাকাব্য মহাভারতে, কিচাক বা কীচক হলেন মৎস্য রাজ্যের প্রধান সেনাপতি, রাজা বিরাট দ্বারা শাসিত দেশ। তিনি ছিলেন বিরাটের রানী সুদেষ্ণার ছোট ভাই।[১] কীচক একজন অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন এবং তার অপরিসীম শক্তি ছিল। তিনি বহুবার শত্রুদের হাত থেকে বিরাটের রাজ্য রক্ষা করেছিলেন। অজ্ঞাতবাস কালে বিরাট রাজার প্রাসাদে মালিনী ছদ্মবেশের দ্রৌপদীকে হেনস্থা করার কারণে পাচকের ছদ্মবেশে থাকা ভীম তাকে হত্যা করেন এবং তিনি শাস্তি পেয়েছিলেন।

কীচক
রাজা রবিবর্মার আঁকা সৈরন্ধ্রির (দ্রৌপদীহ) শ্লীলতাহানি করার চেষ্টা করেন কিচক।
অস্ত্রগদা
পরিবারসুচরিতা (কন্যা) সুদেষ্ণা (বড় বোন),
বিরাট (শ্যালক)
উত্তরা, উত্তরা, এবং শঙ্খ (ভাগিনা-ভাগ্নি)

তথ্যসূত্র সম্পাদনা

  1. SRIKRISHNA The Lord Of The Universe By SHIVAJI SAWANT। সেপ্টেম্বর ২০১৭। আইএসবিএন 9789386888242। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা