কিসমত গণকৈড় ইউনিয়ন
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার একটি ইউনিয়ন
কিসমত গণকৈড় ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
কিসমত গণকৈড় ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
২নং কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে কিসমত গণকৈড় ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২৯′২৬″ উত্তর ৮৮°৪৮′৫″ পূর্ব / ২৪.৪৯০৫৬° উত্তর ৮৮.৮০১৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | রাজশাহী জেলা |
উপজেলা | দুর্গাপুর উপজেলা, রাজশাহী |
ইউপি ভবন স্থাপন কাল | ০১ ডিসেম্বর ২০০৯ |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ আফছার আলী মোল্লা |
আয়তন | |
• মোট | ৩১ বর্গকিমি (১২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারি) | |
• মোট | ২১,১৩৮ |
• জনঘনত্ব | ৬৮০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৮৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাগ্রামের সংখ্যা: ১৫টি
মৌজার সংখ্যা: ১৪
মোট জনসংখ্যা: ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় ২১,১৩৮ জন।
শিক্ষা
সম্পাদনাসাক্ষরতার হার: ২০১২ এর শিক্ষা জরীপ অনুযায়ী সাক্ষরতার হার ৮৭%।
শিক্ষা প্রতিষ্ঠান:
- সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৭টি
- বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৪টি
- উচ্চ বিদ্যালয়: ০৫টি
- মাদ্রাসা: ০৩টি।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কিসমত গণকৈড় ইউনিয়ন"। kismatgankoirup.rajshahi.gov.bd। ২০২১-০৮-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৩।