কিলাব ইবনে মুররাহ
কিলাব ইবনে মুররাহ ( আরবি: كِلَاب ٱبْن مُرَّة) (জন্ম ৩৭৩ খ্রিস্টাব্দ) ছিলেন নবী মুহাম্মদ (সা) এর পূর্বপুরুষ। [১]
কিলাব ইবনে মুররাহ كِلَاب ٱبْن مُرَّة | |
---|---|
জন্ম | ৩৭২ |
পরিচিতির কারণ | মুহাম্মাদ (সা) এর পূর্বসূরী |
দাম্পত্য সঙ্গী | ফাতিমাহ বিনতে সা'দ |
সন্তান | যুহরাহ ইবনে কিলাব (পুত্র) কুসাই ইবনে কিলাব (পুত্র) |
পিতা-মাতা | মুররাহ ইবনে কা’ব (বাবা) হিন্দ বিনতে সুরাইর ইবনে সালাবাহ (মা) |
আত্মীয় | তাইম ইবনে মুররাহ (ভাই) |
জীবনী
সম্পাদনাকিলাব ছিলেন মুররা ইবনে কাব ইবনে লু'আ ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক এর প্রথম স্ত্রী 'হিন্দ বিনতে সুরের ইবনে থালাবাহ ইবনে হারিথ ইবনে ফিহর ইবনে মালিক' এর পুত্র। তাঁর পিতা-মাতা উভয়রই বংশ কুরাইশের পূর্বসূর ফিহর এবং ইব্রাহিমের পুত্র ইসমাইল এর কাছে গিয়ে মিশেছে ।
তার দু'টি সৎ-ভাই ছিলেন, তাইম ইবনে মুররাহ এবং ইয়াকাযাহ ইবনে মুররাহ , যারা তাঁর পিতার দ্বিতীয় স্ত্রী আসাদ গোত্রের আসমা বিনতে আদিই (হিন্দ বিনতে হরিথা আল-বারিকিয়াহ) গর্ভে জন্মলাভ করেন। [২]
তিনি ফাতিমাহ বিনতে সাদ ইবনে সায়েলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যেখানে তাঁর দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তাঁর জ্যেষ্ঠ পুত্র যুহরাহ ইবনে কিলাব, বনু যুহরাহ এর পূর্বসূরী ছিল, এবং তাঁর ছোট ছেলে কুসাই ইবনে কিলাব, প্রথম কুরাইশ হিসেবে কাবার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পায়। তাঁর মৃত্যুর পরে, তাঁর স্ত্রী বনু উধরাহ গোত্রের রাবিয়া ইবনে হারামকে বিয়ে করেন।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Ibn Hisham। The Life of the Prophet Muhammad। পৃষ্ঠা 181।
- ↑ Maqsood, Ruqaiyyah Waris। "The Prophet's Family Line No 2 - from Qusayy to Adnan and beyond"। Ruqaiyyah Waris Maqsood Dawah। ২৫ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১১।