কিরীটী রায় (চলচ্চিত্র)

কিরীটী রায় একটি বাংলা রহস্যকাহিনী মূলক চলচ্চিত্র, যার পরিচালক হলেন অনিকেত চট্টোপাধ্যায়। ২০১৬ সালে প্রকাশিত এই ছবিটি বাঙালী সাহিত্যিক নীহাররঞ্জন গুপ্তের কিরীটী রায়ের গোয়েন্দা কাহিনী সেতারের সুর অবলম্বনে নির্মিত।[] এই ছবিতে কিরীটী রায়ের চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী[]

কিরীটী রায়
পরিচালকঅনিকেত চট্টোপাধ্যায়
মুক্তি২০১৬

কাহিনী

সম্পাদনা

কলকাতার রাস্তায় কিরীটী ও তার সহকারী সুব্রত উদ্ধার করে একটি ছেলেকে। ছেলেটির নাম সুনীল। সে মরফিন ওষুধের প্রভাবে মরণাহত। এই সুনীলের সাথে কিছুকাল আগে বাসবী নাম্নী একটি মেয়ের হত্যা রহস্যের যোগসূত্র খুঁজে পায় কিরীটী। বাসবীর বিয়ে ঠিক হয়েছিল ব্রজেশ বলে এক যুবকের সাথে। বিবাহের আগেই খুন হয় বাসবী। কিরীটী তদন্তে নামে।

অভিনয়

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বিশ্বাস, সুরবেক। "ঘাসফুল আর পদ্মের তারারা মিলছেন সেতারের সুরে"anandabazar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১০ 
  2. প্রতিবেদন, নিজস্ব। "এবার পরদায় চিরঞ্জিতের কিরীটী"ebela.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১০