কিতেরেৎসু দাইহ্যাক্কা
কিতেরেৎসু দাইহিয়াক্কা হল জাপানের জনপ্রিয় মাঙ্গা ও আনিমে সিরিজ। যেটি লিখেছেন ফুজিকো ফুজিও। এই সিরিজটির প্রধান চরিত্র কিতেরেৎসু চেহারা ফুজিকো ফুজিওর অন্য আরেক সিরিজ ডোরেমনের প্রধান চরিত্র নোবিতা নোবির চেহারার সাথে মিল রাখা হয়েছে।বর্তমানে কিতেরেৎসু হাঙ্গামা টিভি, ডিজনি এক্স ডি এবং কার্টুন নেটওয়ার্ক কোরিয়ায় সম্প্রচার করা হচ্ছে।
কিতেরেৎসু দাইহ্যাক্কা | |
キテレツ大百科 (কিতেরেৎসু দাইহিয়াক্কা) | |
---|---|
ধরন | বিজ্ঞান কল্পকাহিনী, কমেডি-নাট্য |
মাঙ্গা | |
লেখক | ফুজিকো ফুজিও |
প্রকাশক | ফ্যামিলি লাইট এসোসিয়েশন |
সাময়িকী | কদোমো নো হিকারি |
জনতাত্ত্বিক | শিশুতোষ |
মূল প্রকাশ | এপ্রিল ১৯৭৪ – জুলাই ১৯৭৭ |
খণ্ড | ৩ |
মাঙ্গা | |
শিন কিতেরেৎসু দাইহিয়াক্কা (নতুন কিতেরেৎসু বিশ্বকোষ) | |
লেখক | ফুজিকো ফুজিও |
অঙ্কনশিল্পী | মিশিয়াকি তানাকা |
প্রকাশক | শোগাকুকান |
সাময়িকী | কোরোকোরো কমিক |
জনতাত্ত্বিক | শিশুতোষ |
মূল প্রকাশ | মে ১৯৮৮ – ফেব্রুয়ারি ১৯৯৪ |
খণ্ড | ৬ |
লাইভ-অ্যাকশন টেলিভিশন চলচ্চিত্র | |
মূল নেটওয়ার্ক | ফুজি টিভি |
মুক্তি | নভেম্বর ২, ১৯৮৭ |
অ্যানিমে টেলিভিশন ধারাবাহিক | |
পরিচালক | |
সুরকার | শুনশুকি কিকুশি |
স্টুডিও | স্টুডিও গালোপ |
মূল নেটওয়ার্ক | ফুজি টিভি, এ্যানিম্যাক্স, টোকিও এমএক্স, কার্টুন নেটওয়ার্ক কোরিয়া |
মূল প্রকাশ | মার্চ ২৭, ১৯৮৮ – জুন ৯, ১৯৯৬ |
পর্ব | ৩৩১ |
গেম | |
Kiteretsu Daihyakka: Bouken Ouedo Juraki | |
প্রকাশক | ভিডিও সিস্টেম |
ধরন | ।অ্যাকশন |
ভিত্তিমঞ্চ | গেম বয় |
মুক্তি | জুলাই ১৫, ১৯৯৪ |
গেম | |
Kiteretsu Daihyakka: Chōjikū Sugoroku | |
নির্মাতা | ফিল ইন ক্যাফে |
প্রকাশক | ভিডিও সিস্টেম |
ধরন | বোর্ডগেম |
ভিত্তিমঞ্চ | সুপার ফেমিকম |
মুক্তি | জানুয়ারি ২৭, ১৯৯৫ |
কাহিনীসংক্ষেপ
সম্পাদনাপ্রধান চরিত্রসমূহ
সম্পাদনাকিতে পরিবার
সম্পাদনাএইচি কিতে
সম্পাদনা
এইচি কিতে "কিতেরেৎসু" হল দশ বছরের ছেলে। কিতেরেৎসু জাপানের টোকিও শহরে বাস করে। সে সাধারণত হালকা নীল টি শার্ট পড়ে। এবং গাঢ় নীল প্যান্ট পড়ে। এছাড়াও সে সবুজ জুতা, সাদা মোজা এবং লাল হলুদ রং এর টুপি পড়ে।সে খেলাধুলায় দুর্বল। সে দাইহিয়াক্কা পড়ে এবং নতুন গ্যাজেট আবিষ্কার করে।
কোরুসুকে
সম্পাদনাকোরুসুকে হল কিতেরেৎসুর সহকারী সে সাধারণত সামুরাই পোশাক পড়ে। সে হল কিতেরেৎসু আবিষ্কার গুলোর অন্যতম।
ইনোশিন কিতে
সম্পাদনাইনোশিন কিতে কিতেরেৎসু এর পূর্বপুরুষ। যে ইদো সময়ে বাস করত। সে দাইহিয়াক্কা লিখেছিল এবং কিতেরেৎসু কে দিয়েছিল
মিচিকো কিতে
সম্পাদনামিচিকো কিতে হল কিতেরেৎসুর মা। সে টোকিও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন।
ইতারু কিতে
সম্পাদনাইতারু কিতে হলেন কিতেরেৎসুর বাবা। সে তার টাকা ট্যাক্সিতে ভুল করে রেখে আসে। তার অফিস সতের তলায়।
নোনোহানা পরিবার
সম্পাদনামিয়োকো নোনোহানা
সম্পাদনামিয়োকো নোনোহানা ১০ বছর বয়সের সুন্দর মেয়ে। সে কিতেরেৎসুর প্রতিবেশী এবং বান্ধবী। মিয়োকো পিয়ানো বাজাতে ভালোবাসে।মিয়াকো গোলাপি রং এর ফ্রক , গোলাপি রং এর জুতা, সাদা মোজা পরে।
মিয়োকোর মা
সম্পাদনাসে সাধারণত পিয়ানো বাজায় এবং মিয়াকোকে রান্না করতে সাহায্য করে।
মিয়োকোর বাবা
সম্পাদনাসে পূর্বে রিয়ালস্টেট এজেন্ট হিসেবে টোকিওতে কাজ করত। বর্তমানে সে হোক্কাইডোতে কাজ করে।
আহিহিকো নোনাহানা
সম্পাদনাআহিহিকো হল মিয়োকোর বড় ভাই। সে একজন হোক্কাইডোর বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
কুমাদা পরিবার
সম্পাদনাকোরু কুমাদা
সম্পাদনাকোরু কুমাদা "বোটাগোরিলা" হল ১১ বছর বয়সের ছেলে। সে শাকসবজি ও ফল খেতে ভালোবাসে। সে সাধারণত দাগ কাটা নীল টি শার্ট , গ্রে রং এর প্যান্ট , নীল জুতা এবং নীল সাদা রং এর টুপি পরে।
সাইউরি কুমাদা
সম্পাদনাসাইউরি কুমাদা হল বোটাগোরিলার মা। সে সাধারণত বোটাগোরিলাকে নিয়ে মজা করতে ভালোবাসে।
কুমাইচিরু কুমাদা
সম্পাদনাকুমাইচিরু কুমাদা হল বোটাগোরিলার বাবা। সে সাধারণত লটারির টিকিট কিনতে ভালোবাসে কিন্তু র্দুভাগ্য সে কখনো লটারির জিততে পারেনা।
টোরাশিচি কুমাদা
সম্পাদনাটোরাশিচি কুমাদা হলেন বোটাগোরিলার চাচা। সে ব্রাজিলে বাস করেন।
কুমাইচিরুউ কুমাদা
সম্পাদনাকুমাইচিরুউ কুমাদা হলেন বোটাগোরিলার চাচা যে একজন অবসর প্রাপ্ত বিমান যোদ্ধা। সে বর্তমানে মধু চাষ করেন।
মিনোযরি কুমাদা
সম্পাদনামিনোরি কুমাদা হল বোটাগরিলার ভবিষ্যতের ছেলে
টোংগারি পরিবার
সম্পাদনাকোজি টোংগারি
সম্পাদনাকোউছি "টোংগারি" হল দশ বছর বয়সের বালক। সে ধনী পরিবারের ছেলে। সে সাধারণত লাল টি শার্ট, হলুদ প্যান্ট ,হলুদ জুতা ও সাদা মোজা পরে।
কোউচি টোংগারি
সম্পাদনাকোউচি টোংগারি হল টোংগারির পিতা। সে একজন বড় ব্যবসায়ী।
তাকাও টোংগারি
সম্পাদনাতাকাও হল টোংগারির মা। সে খুব সুন্দর রান্না করেন।
মাধ্যম
সম্পাদনামাঙ্গা
সম্পাদনাকিতেরেৎসু লিখেছিলেন ফুজিকো ফুজিও। প্রকাশনা করে ফ্যামেলি লাইট এ্যাসোসিয়েশন্স। কোদোমোনো হিকারি নামক ম্যাগাজিনে প্রকাশ করা হয়। এটি যাত্রা শুরু করে এপ্রিল ১৯৭৪। আর যাত্রা শেষ করে জুলাই ১৯৭৭। এর খন্ড সংখ্যা ছিল ৩টি। তার পরে শিন কিতেরেৎসু দিয়াক্কা নামে প্রকাশিত হয়। যেটি নতুন মাঙ্গা। এটা প্রকাশ হয় কোরোকোরো কমিকে। এর প্রকাশনায় শোগাকুকান। এটি যাত্রা শুরু করে ১৯৮৮সালের মে মাসে আর যাত্রা শেষ করে ১৯৯৪ সালের ফেব্রুয়ারি। এর ৬টি খন্ড ছিল।
আনিমে সিরিজ
সম্পাদনাকিতেরেৎসুর আনিমে সিরিজের পরিচালক ছিল হিরো কাতসুওকা আর কেইজি হাহ্যাকাওয়া। সঙ্গীত পরিবেশনা করেছিলেন সুনসুকে কিকুচি। এর ষ্টুডিও ছিল স্টুডিও গালপ। এটা সম্প্রচার করা হয় ফুজি টিভি,আনিম্যাক্স,টোকিও ম্যাক্স,কাটুন নেটওয়ার্ক কোরিয়ায়। এটা যাত্রা শুরু করে ২৭ মার্চ ১৯৮৮তে আর যাত্রা শেষ করে ৯ জুন ১৯৯৬। এটার পর্বের সংখ্যা ছিল ৩৩১।
ভিডিও গেম
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- আনিমে নিউজ নেটওয়ার্ক বিশ্বকোষে কিতেরেৎসু দাইহ্যাক্কা (আনিমে)
- Official Cartoon Network Korea page ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ অক্টোবর ২০১৪ তারিখে
- www.animenewsnetwork.com/encyclopedia/anime.php?id=228&page=25
অ্যানিমে বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |