কিজিমকাজি মসজিদ
তানজানিয়ার মসজিদ
কিজিমকাজি মসজিদ ( আরবি: مسجد قيزيمكازي ) হলো তানজানিয়ার জাঞ্জিবার দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি মসজিদ। এটি পূর্ব আফ্রিকার উপকূলের প্রাচীনতম ইসলামিক ভবনগুলির মধ্যে একটি। কিজিমকাজি মসজিদ নাম হওয়া সত্ত্বেও এটি কিজিমকাজি নয়, বরং ৩ মাইল (৪.৮ কিলোমিটার) দূরে ডিম্বানিতে অবস্থিত। (এর কারণ হল এই দুটি গ্রামের সরকারী নাম হল কিজিমকাজি ডিমবানি ও কিজিমকাজি মেটেনি)। সংরক্ষিত কুফিক শিলালিপি অনুসারে, এটি ১১০৭ সালে শিরাজের বসতি স্থাপনকারীদের দ্বারা নির্মিত হয়েছিল। যদিও শিলালিপি ও কিছু প্রবাল পাথরে -খোদাইকৃত আলংকারিক উপাদান প্রমাণ করে ১৮ শতকে নির্মাণ হয়।[১]
কিজিমকাজি মসজিদ | |
---|---|
مسجد قيزيمكازي | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | জাঞ্জিবার, তানজানিয়া |
স্থানাঙ্ক | ৬°২৬′ দক্ষিণ ৩৯°২৮′ পূর্ব / ৬.৪৩৩° দক্ষিণ ৩৯.৪৬৭° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
সম্পূর্ণ হয় | ১১০৭ |
গ্যালারি সম্পাদনা
-
অভ্যন্তরীণ
-
ইনফোটেবল
আরো দেখুন সম্পাদনা
- শিরাজি (জাতিগোষ্ঠী)
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Kizimkazi Mosque"। ArchNet। Massachusetts Institute of Technology। ২০০৫-০২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৯-০৪।