কাহুন স্ত্রীরোগ ও প্রসূতিবিজ্ঞান প্যাপিরাস

কাহুন স্ত্রীরোগ ও প্রসূতিবিজ্ঞান প্যাপিরাস (এছাড়াও পেট্রি মেডিকেল প্যাপিরাস, কাহুন মেডিকেল প্যাপিরাস, লাহুন মেডিকেল প্যাপিরাস, বা UC32057 নামে পরিচিত) মিশরীয় ইতিহাসের প্রাচীনতম পরিচিত চিকিৎসা পাঠ্য, যেটি আনু. সাধারণ সালের ১৮২৫ বছর পূর্বাব্দে প্রাচীন মিশরের দ্বাদশ রাজবংশের সময় রচিত। প্যাপিরাসে স্ত্রীরোগ সংক্রান্ত স্বাস্থ্য উদ্বেগ, গর্ভাবস্থা, উর্বরতা এবং জরায়ুর বিভিন্ন চিকিৎসা সমাধান আছে।[১]

কাহুন স্ত্রীরোগ ও প্রসূতিবিজ্ঞান প্যাপিরাস
কাহুন প্যাপিরাসের প্রথম ও দ্বিতীয় পাতা
আবিষ্কৃত১৮৮৯
মিশর
আবিষ্কার করেছেনফ্লিন্ডার্স প্যাট্রি
নির্মিতআনু. সাধারণ সালের ১৮২৫ বছর পূর্বাব্দে
বর্তমান অবস্থানলন্ডন, ইংল্যান্ড, যুক্তরাজ্য
কাহুন প্যাপিরাসের দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠার অংশ

ইতিহাস সম্পাদনা

১৮৮৯ সালে ফ্লিন্ডার্স পেট্রি মিশরের ফাইয়ুম মরুদ্যানের এল লাহুনে এটি খুঁজে পান।[২] ১৮৯৩ সালে ফ্রান্সিস লেওয়েলাইন গ্রিফিথ প্রথম অনুবাদ করেন এবং দ্য পেট্রি প্যাপিরি: হায়ারেটিক প্যাপিরি ফ্রম কাহুন এন্ড গুরোব বইয়ে প্রথম প্রকাশ করেন।[৩] এটি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মিশরীয় প্রত্নতত্ত্বের পেট্রি মিউজিয়ামে রাখা হয়েছে। পরবর্তীতে স্ত্রীরোগ বিষয়ক বার্লিন প্যাপিরাস এবং রামেসিয়াম প্যাপিরাস IV-এর পাঠদ্ধারেও প্রায় অভিন্ন চিকিৎসা প্রণালী পাওয়া যায়।[৪]

এটি তিনটি পাতার সমন্বয়ে গঠিত; প্রথমটি, একটি খুব খণ্ডিত ও ভগ্ন অবস্থায় পাওয়া গেছে, যা ইতিমধ্যেই প্রাচীন কালে অন্যান্য প্যাপিরাসের টুকরা পিছনে জুড়ে মেরামত করা হয়েছিল।[৫]

পাঠ্যটি চৌত্রিশটি বিভাগে বিভক্ত, প্রতিটি বিভাগে একটি নির্দিষ্ট রোগ অথবা প্রদাহ, রোগ নির্ণয় ও চিকিৎসার বর্ণনা করেছে; রোগের পূর্বাভাস বা লক্ষণ উল্লেখ নেই। রোগসমূহের চিকিৎসায় কোন অস্ত্রোপচারের উল্লেখ নেই, কেবল শরীরের প্রদাহের অংশে ওষুধ প্রয়োগ করা বা মুখে খাওয়ার পরামর্শ দিয়েছে। প্যপিরাসে কিছু রোগের ক্ষেত্রে জরায়ুকে শরীরের অন্যান্য অংশের বিভিন্ন প্রদাহের উৎস হিসাবে দেখা হয়েছে। এরোগের জন্য তেল অথবা আতরের ধোঁয়া দিয়ে চিকিৎসার পরামর্শ আছে, যেন রোগাক্রান্ত মহিলা পোড়া গন্ধ নিতে পারে।[৬][৭]

গর্ভনিরোধ সম্পাদনা

প্যাপিরাসের তৃতীয় পরিচ্ছেদের ষষ্ঠ লাইনে কুমিরের গোবর পুড়িয়ে বা ছিটানো সংক্রান্ত গর্ভনিরোধ পদ্ধতির বিবরণ আছে।[১] তবে এই গর্ভনিরোধ পদ্ধতিকে প্রায়ই জরায়ুতে কুমিরের গোবর সন্নিবেশ হিসাবে ভুল ব্যাখ্যা করা হয়। একই পরিচ্ছেদের সপ্তম লাইনে গর্ভধারণ রোধে মহিলার গর্ভে মধু এবং ন্যাট্রন লবণ ছিটানো জড়িত আরেকটি গর্ভনিরোধ পদ্ধতি চিত্রিত করা হয়েছে।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Smith, Lesley (২০১১)। "The Kahun Gynaecological Papyrus: ancient Egyptian medicine": 54–55 – BMJ Journals-এর মাধ্যমে। 
  2. Worton, Michael; Wilson-Tagoe, Nana (২০০৪)। National Healths: Gender, Sexuality and Health in a Cross-Cultural ContextUCL Press/Cavendish Publishing। পৃষ্ঠা 192আইএসবিএন 978-1-84472-017-0এলসিসিএন 2005295595 
  3. Griffith, F. Ll. (১৮৯৮)। The Petrie Papyri: Hieratic Papyri from Kahun and GurobBernard Quaritch  (Please note the book pages run from back to front.)
  4. David, Ann Rosalie (১৯৯৬)। The Pyramid Builders of Ancient Egypt: A Modern Investigation of Pharaoh's Workforce (Paperback সংস্করণ)। Routledge। পৃষ্ঠা 124আইএসবিএন 978-0-415-15292-1এলসিসিএন 85010775 
  5. "The Oldest Medical Books in the World | World Research Foundation" (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-১৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৬ 
  6. Dixon, Laurinda S. (১৯৯৫)। Perilous Chastity: Women and Illness in Pre-Enlightenment Art and MedicineCornell University Press। পৃষ্ঠা 15f। আইএসবিএন 978-0-8014-8215-1এলসিসিএন 94034911 
  7. "Manuscript for the health of mother and child", translated by Steven Quirke, University College London

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  • ও'ডোওড, মাইকেল জে; ফিলিপ, ইলিঅট ই (২০০০)। The History of Obstetrics and Gynecology (পেপারব্যাক সংস্করণ)। পার্থেনন পাবলিশিং গ্রুপ। পৃষ্ঠা ৪৩। আইএসবিএন 978-1-85070-040-1এলসিসিএন 94019129 
  • ডলিঞ্জার, আন্দ্রে (জুলাই ২৫, ২০০৯)। "The Kahun Gynaecological Papyrus"An introduction to the history and culture of Pharaonic Egypt। কিবুটজ রাশাফিম। সংগ্রহের তারিখ ২০১২-০৪-২১ 

বহিঃসংযোগ সম্পাদনা