কাহালু ইউনিয়ন জেলা বগুড়া৷ উপজেলা কাহালু৷ উপজেলা সদর হতে দূরত্ব ০৫ কি.মি৷ আয়তন ৩৫৬৬ হেঃ৷ মোট জনসংখ্যা ১৮০৬৭ পুরুষ ৮৮৬৫ মহিলা ৯২০২ মোট ভোটার সংখ্যা ১২১৫৮ পুরুষ ৫৯৪৮ মহিলা ৬২১০ নির্বাচনী এলাকা কাহালু-নন্দিগ্রাম,বগুড়া-০৪৷ গ্রামের সংখ্যা ২৯ টি, মৌজার সংখ্যা ২৩ টি, মাধ্যমিক বিদ্যালয় ২ টি, প্রাথমিক বিদ্যালয় সরকারি২ টি, বেসরকারি-০৫টি, মসজিদ ৪৭ টি, মন্দির ০৭ টি

ওয়ার্ডভিত্তিক লোক সংখ্যা সম্পাদনা

ওয়ার্ড - ১ ২৫৭৮ ওয়ার্ড- ২ ২০৬৪ ওয়ার্ড - ৩ ৩৩৪৭ ওয়ার্ড - ৪ ২০৩৯ ওয়ার্ড - ৫ ২৭৩৬ ওয়ার্ড - ৬ ২০২৫ ওয়ার্ড - ৭ ২৪২০ ওয়ার্ড - ৮ ১৮৮২ ওয়ার্ড - ৯ ২৪৭৪ মোট ২১৫৬৫

গ্রামসমূহের তালিকা সম্পাদনা

১/ কাইট ২/ দামাই ৩/ বুড়ইল ৪/ নশিরপাড়া ৫/ জয়তুল ৬/ পানদিঘী ৭/ তালদিঘী ৮/ গিরাইল ৯/ কানোড়া ১০/ কচুয়া ১১/ কালিশকুড়ি ১২/ আখুন্জা ১৩/ তেলিয়ান ১৪/ খাজলাল ১৫/ পাইকপাড়া ১৬/ বোরতা ১৭/ সাকোহালী ১৮/ আওলাখয়ের ১৯/ মহেশপুর ২০/ মহারাবানী

যোগাযোগ সম্পাদনা

৬নং কাহালু সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় কাহালু, বগুড়া। এটি কাহালু উপজেলা হতে ৪কিঃমি দূরুত্বে। কাহালু উপজেলা হতে খুব সহজে যাওয়া যায় ৷

হাট-বাজার সম্পাদনা

কাহালু উপজেলার অধীনে কাহালু ইউনিয়ন পরিষদ কাহালু পৌরসভা প্রতিষ্ঠিত হবার ফলে কাহালূ ইউনিয়নের কার্যালয় বেশ কিছু প্রতিষ্ঠান পৌর কর্তিপক্ষের আয়তায় যাবার ফলে ঝিমিয়ে পড়ে হাটবাজার সহ বেশ কিছু। কাহালু ইউপিতে কোন হাট বাজার নাই। যে সব হাট বাজার কাহালু ইউনিয়ন পরিষদের অধিনে ছিল সব হাট বাজার কাহালু পৌরসভার অধিনে চলে যায়। পরবর্তিতে বিভিন্ন জায়গায় হাট বাজার হবার কথা থাকলেও তা বাস্তবায়ন হায়নি। তাই কাহালু ইউনিয়ন পরিষদ হাট বাজার শূন্য হয়ে পড়েছে।