কাহালাই নদী

বাংলাদেশের নদী

কাহালাই নদী বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার একটি নদী।[১][২]

কাহালাই নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল রংপুর বিভাগ,
জেলা ঠাকুরগাঁও জেলা,
উৎস হাজিপুর অঞ্চলের বিল
 - স্থানাঙ্ক ২৫°৫২′০৯″ উত্তর ৮৮°১৮′২৩″ পূর্ব / ২৫.৮৬৯২৩২° উত্তর ৮৮.৩০৬৩১১° পূর্ব / 25.869232; 88.306311
মোহনা ভারতের পশ্চিমবঙ্গ
 - স্থানাঙ্ক ২৫°৪৪′৩১″ উত্তর ৮৮°১৩′৫৩″ পূর্ব / ২৫.৭৪১৯৯০° উত্তর ৮৮.২৩১২৯৬° পূর্ব / 25.741990; 88.231296

প্রবাহ সম্পাদনা

কাহালাই নদী বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার হাজিপুর অঞ্চলের বিল থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। নদীটি বারোমাসি প্রকৃতির নয়। বর্তমানে প্রবাহের পরিমাণ অতীতের তুলনায় অনেক কমে গেছে এবং পলির প্রভাবে নদীর তলদেশ ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে।

উপনদী সম্পাদনা

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার নোহালী ও সিন্দুরনার মাঝ থেকে বেরিয়ে বাঁকা পথে কিছুদূর অগ্রসর হয়ে হারসুয়ার কাছে আমতলী বাজারে কাহালাই নদীর সংগে মিলিত হয়েছে জুলাই নদী। এর দৈর্ঘ্য ৩-৪ কিলোমিটার।[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৪০৫।
  2. মানিক মোহাম্মদ রাজ্জাক, বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি, কথাপ্রকাশ, ঢাকা, ফেব্রুয়ারি, ২০১৫, পৃষ্ঠা ৬১৭, ISBN 984-70120-0436-4.
  3. হানিফ শেখ, ড. মো. আবু (ফেব্রুয়ারি ২০১৬)। "উত্তর-পশ্চিমাঞ্চলীয় নদ-নদী"। বাংলাদেশের নদ-নদী ও নদী তীরবর্তী জনপদ (প্রথম সংস্করণ)। ঢাকা: অবসর প্রকাশনা সংস্থা। পৃষ্ঠা ৭০। আইএসবিএন 978-9848797518