কার্লো ত্রেসোলদি (ইংরেজি: Carlo Tresoldi; ৮ অক্টোবর ১৯৫২ – ১৩ জুলাই ১৯৯৫) একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ভারেসের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।[১] তিনি মূলত একজন কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

কার্লো ত্রেসোলদি
ব্যক্তিগত তথ্য
জন্ম (১৯৫২-১০-০৬)৬ অক্টোবর ১৯৫২
জন্ম স্থান বোলতিয়ের, ইতালি
মৃত্যু ১৩ জুলাই ১৯৯৫(1995-07-13) (বয়স ৪২)
মৃত্যুর স্থান মিলান, ইতালি
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
যুব পর্যায়
১৯৬৮–১৯৭১ এসি মিলান
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৭২–১৯৭৪ এসি মিলান ১২ (১)
১৯৭৪–১৯৭৮ ভারেসে ৪৬ (৭)
১৯৭৮–১৯৭৯ সেরেয়নো ১৯ (৬)
১৯৭৯–১৯৮০ গ্রোসসেতো ১৯ (৩)
১৯৮০–১৯৮২ ভারেসে ১২ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

১৯৬৮–৬৯ মৌসুমে, ইতালীয় ফুটবল ক্লাব এসি মিলানের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ত্রেসোলদি ফুটবল জগতে প্রবেশ করেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ১৯৭২–৭৩ মৌসুমে, এসি মিলানের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন, যেখানে তিনি ১২ ম্যাচে ১টি গোল করেছেন। এসি মিলানের হয়ে তিনি ১টি উয়েফা কাপ উইনার্স কাপ শিরোপা জয়লাভ করেছেন। এসি মিলানের হয়ে ২ মৌসুম খেলার পর, তিনি ভারেসেতে যোগদান করেন, যেখানে তিনি ৪ মৌসুমে ৪৬ ম্যাচে ৭টি গোল করেছেন। অতঃপর তিনি সেরেয়নো এবং গ্রোসসেতোর হয়ে খেলেছেন। সর্বশেষ, ১৯৮০–৮১ মৌসুমে, তিনি গ্রোসসেতো হতে পুনরায় ভারেসেতে যোগদান করেন, যেখানে ২ মৌসুম অতিবাহিত করার পর তিনি অবসর গ্রহণ করেছেন।

দলগতভাবে, খেলোয়াড় হিসেবে ত্রেসোলদি সর্বমোট ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো এসি মিলানের হয়ে জয়লাভ করেছেন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

কার্লো ত্রেসোলদি ১৯৫২ সালের ৮ই অক্টোবর তারিখে ইতালির বোলতিয়েরে জন্মগ্রহণ করেছেন এবং ১৯৯৫ সালের ১৩ই জুলাই তারিখে ক্যান্সারে আক্রান্ত হয়ে ইতালির মিলানে মৃত্যুবরণ করেছেন।

অর্জন সম্পাদনা

মিলান

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Carlo Tresoldi"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা