কার্টুন নেটওয়ার্ক (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড)

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের টেলিভিশন চ্যানেল

কার্টুন নেটওয়ার্ক হচ্ছে একটি অস্ট্রেলীয় পে টেলিভিশন চ্যানেল যেটির মালিক হচ্ছে ওয়ার্নার ব্রস. ডিসকভারি, এটির আন্তর্জাতিক বিভাগের অধীনে। এটিতে বেশিরভাগ অ্যানিমেটেড অনুষ্ঠান প্রচারিত হ​য়। মূলে ১৯৯৫ সালের ৩০ জুনে কার্টুন নেটওয়ার্ক এশিয়া সার্ভিসের একটি অংশ হিসেবে সম্প্রচার শুরু করে, তারপরে সেই সালের ৩ অক্টোবরে এটি এশীয় ফিডের থেকে আলাদা হয়ে যায়।

কার্টুন নেটওয়ার্ক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
উদ্বোধন৩০ জুন ১৯৯৫; ২৮ বছর আগে (1995-06-30)
(কার্টুন নেটওয়ার্ক এশিয়ার অংশে)
৩ অক্টোবর ১৯৯৫; ২৮ বছর আগে (1995-10-03)
(অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জন্য স্থানীয়করণ ফিড)
মালিকানাওয়ার্নার ব্রস. ডিসকভারি ইন্টারন্যাশনাল
চিত্রের বিন্যাস১০৮০আই (এইচডিটিভি ১৬:৯)
দেশঅস্ট্রেলিয়া
ভাষাইংরেজি
মাওরি
প্রচারের স্থানওশেনিয়া (অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সহ)
প্রধান কার্যালয়সিডনি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
বুমার‍্যাং
সিএনএন ইন্টারন্যাশনাল এশিয়া প্যাসিফিক
ওয়েবসাইটwww.cartoonnetwork.com.au

ইতিহাস সম্পাদনা

১৯৯৫ সালে ফক্সটেল কেবল টিভির উদ্বোধনের অংশে টিএনটি & কার্টুন নেটওয়ার্ক দ্বৈত-চ্যানেল হিসেবে অস্ট্রেলিয়ায় কার্টুন নেটওয়ার্ক সম্প্রচার শুরু করে, এবং সকাল ৬টার থেকে রাত ৯টার পর্যন্ত সম্প্রচার করেছে, সাথে টার্নার ক্লাসিক মুভিজ (পূর্বে টিএনটি) দৈনিক সময়সূচীর অবশিষ্ট গ্রহণ করে। ১৯৯৭ সালের ১ জুলাইতে কার্টুন নেটওয়ার্ক অস্ট্রেলিয়া একটি আলাদা ২৪-ঘণ্টার চ্যানেল হয়ে যায়, সাথে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড, নিউক্যাসেল, ডারউইন, এবং অন্যান্য শহরে স্বতন্ত্র স্থানীয় ফিড। এটি শুধু হ্যানা-বার্বেরা কার্টুনসমূহ যেমন ইয়োগী বেয়ার, টপ ক্যাট, এবং দ্য ফ্লিনস্টোনস, প্রচারিত করেছিল​। তারপরে চ্যানেলটি দ্রুত বিকাশ করতে শুরু করে। ১৯৯৬ সালের ১ জানুয়ারিতে টম অ্যান্ড জেরি, ড্রুপি, এবং স্পাইক অ্যান্ড টাইকের মতো প্রথম বার এমজিএম কার্টুন প্রচার করে, এবং (১৯৯৬ সালে টাইম ওয়ার্নার দ্বারা টার্নারের ক্রয়ের পর) ১৯৯৭ সালের ১ জানুয়ারিতে লুনি টিউনস এবং অন্যান্য লুনি টিউনস সম্পর্কিত কার্টুনের মতো ওয়ার্নার ব্রস. এর কার্টুন প্রচার করা শুরু করে। ১৯৯৭ সালের মাঝখানে কার্টুন নেটওয়ার্ক এটির মূল অনুষ্ঠান প্রচার করা শুরু করে।

২০০৪ সালের এপ্রিল মাসে কার্টুন নেটওয়ার্ক ট্রান্সটিভিতে অন্তর্ভুক্ত করা হ​য়।[১] ২০০৪ সালের মাঝখানের পর্যন্ত কার্টুন নেটওয়ার্ক অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় ফ্যামিলি নেটওয়ার্ক হিসেবে ডিজনি চ্যানেলের সাথে টাই করেছে। চ্যানেলের থেকে পুরোনো অনুষ্ঠানের অপসারণের কারণে ২০০৪ সালের সময়ে চ্যানেলটির গড় দর্শক শেয়ার কমে যায়, যেহেতু পুরোনো কার্টুনের ফ্যানসমূহ বুমার‍্যাং এ চলে যায়। অস্ট্রেলীয় ফ্যামিলি নেটওয়ার্কের মধ্যে কার্টুন নেটওয়ার্ক দ্বিতীয় স্পটে স্খলিত হয়, ডিজনি চ্যানেলের নিচে।[২]

২০০৮ সালের ফেব্রুয়ারিতে অ্যাডাল্ট সুইম দ্য কমেডি চ্যানেলে ফিরে আসে, এবং রোবট চিকেন এবং হার্ভি বার্ডম্যান, অ্যাটর্নি অ্যাট লর মতো অনুষ্ঠান প্রচারিত করে। ২০১০ সালের ৩০ নভেম্বরে চ্যানেলটি ওয়াইডস্ক্রিন সম্প্রচার শুরু করে, এটি করার জন্য ফক্সটেলের নির্দিষ্ট সময়সীমার আগে।

২০১৭ সালের ৭ ফেব্রুয়ারিতে কার্টুন নেটওয়ার্ক অস্ট্রেলিয়া স্ট্রিমিং সার্ভিস স্ট্যানের সাথে একটি একচেটিয়া ভিডিও অন-ডিমান্ড সামগ্রী চুক্তির ঘোষণা করে। চুক্তির অংশে অ্যাডভেঞ্চার টাইম এবং দ্য পাওয়ারপাফ গার্লস এর মতো কিছু অনুষ্ঠানের পর্ব কার্টুন নেটওয়ার্ক চ্যানেলের সাথে একই সময়ে স্ট্যানে প্রচারিত হবে।[৩]

২০২১ সালের ২২ এপ্রিলে কার্টুন নেটওয়ার্ক, ভ্রাতৃপ্রতিম বুমার‍্যাং এর সাথে, ফেচ টিভিতে বন্ধ করে দেওয়া হ​য়।[৪]

লোগোর ইতিহাস সম্পাদনা

আনুষ্ঠানিক ব্লকসমূহ সম্পাদনা

বর্তমান সম্পাদনা

অ্যাডাল্ট সুইম সম্পাদনা

প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য উপযুক্ত একটি সময়ের ব্লক, কমপক্ষে ১৭ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের লক্ষ্য করে। অ্যানিমে ব্লকটি সোমবার থেকে বৃহস্পতিবার প্রচারিত হয় রাত ১০টার থেকে মধ্যরাত ১২টায়। কমেডি ব্লকটি শুক্র ও শনিবার প্রচারিত হয় রাত সাড়ে ১০টার থেকে মধ্যরাত ১২টায়। ব্লকটি বন্ধ হওয়ার আগে স্কুইডবিলিস ও বিষয়বস্তু সম্পর্কে একটি বিশেষ দাবিত্যাগের সাথে প্রচার হয়েছিল, যেমনটি বেশিরভাগ অ্যানিমে করেছিল।

কৌশলগত কারণে অপসারণের আগে, অস্ট্রেলীয় ফিড এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এই ব্লক গ্রহণ করার একমাত্র ফিড ছিল। এই ব্লকটি বর্তমানে দ্য কমেডি চ্যানেল এ প্রচারিত হয়, সাথে প্রচার করে হার্ভি বার্ডম্যান এবং অ্যাকোয়া টিন হাঙ্গার ফোর্স-এর পাশাপাশি রোবট চিকেন এবং মোরাল ওরেল এর প্রথম প্রচারও দেখানো হ​য়। পূর্বে অ্যাডাল্ট সুইমে প্রচারিত বেশিরভাগ অ্যানিমে বর্তমানে তার নিজস্ব অ্যানিমে ব্লক সহ সাই ফাই চ্যানেলে প্র​চারিত হয়।

২০০৭ সালে অ্যাকোয়া টিন, হার্ভি বার্ডম্যান, এবং রোবট চিকেন থেকে শুরু করে অঞ্চল ৪ এ ম্যাডম্যান এন্টারটেইনমেন্ট অ্যাডাল্ট সুইমের ডিভিডি মুক্ত করছিল। তখন থেকেই ডিভিডি সহ সমস্ত অনুষ্ঠানের বেশিরভাগ খণ্ড মুক্ত করেছে, আগামীর রিলিজ সহ।[৫]

বুমার‍্যাং সম্পাদনা

২০০৪ সালের ১৪ মার্চে একটি স্বতন্ত্র চ্যানেল হওয়ার আগে বুমার‍্যাং একটি হ্যানা-বার্বেরা কার্টুন প্রচারিত করা কার্টুন নেটওয়ার্কে আনুষ্ঠানিক ব্লক ছিল যেটি ১৯৯৫ সালে চালু হ​য়।

ভ্রাতৃপ্রতিম চ্যানেলসমূহ সম্পাদনা

বুমার‍্যাং সম্পাদনা

পূর্বে উল্লেখিত, কার্টুন নেটওয়ার্কের ভ্রাতৃপ্রতিম বুমার‍্যাং মূলে একটি কার্টুন নেটওয়ার্কে প্রচারিত আনুষ্ঠানিক ব্লক ছিল যেটিতে কম পরিচিত হ্যানা-বার্বেরা ক্লাসিক কার্টুন প্রচারিত করতো, যেগুলোর কাছে তখন সাধারণ আধা ঘণ্টার স্লট ছিলনা। ২০০১ সালের এপ্রিলে ব্লকটি একটি সকালের ব্লক হিসেবে সম্প্রচার শুরু করে, এবং সকাল ১০টার থেকে দুপুর ১২টার পর্যন্ত সম্প্রচার করতো, কিন্ত এটি ২০০১ সালের আগস্টে এটি কার্টুন নেটওয়ার্ক আফটার ডার্কে একটি ঘন্টা দীর্ঘ মিনি-ব্লক হিসেবে সম্প্রচার করেছে। সকাল এবং সন্ধ্যা উভয় ব্লকের জন্য প্রতি সপ্তাহে বুমার‍্যাং এ প্রচারিত অনুষ্ঠান যথেচ্ছভাবে বদলে যায়। বুমার‍্যাং ব্লকসমূহের কাছে বাম্পারসমূহ ছিল যেগুলোতে হ্যানা-বার্বেরা কার্টুনের চরিত্রের শিশুদের খেলনা জীবিত হওয়া দেখা যায়। এই বাম্পারসমূহ চ্যানেলেও মাঝেমাঝে দেখা যেত​। সন্ধ্যা বেলার ব্লকটির শেষ প্রচার হ​য় ২০০২ সালের মার্চে, এবং সকাল বেলার ব্লকের শেষ প্রচার হয় ২০০৪ সালের সেপ্টেম্বরে। কিন্তু কার্টুন নেটওয়ার্কে বুমার‍্যাং এর গভীর রাতে সম্প্রচার ২০০৫ সালের আগের দিক পর্যন্ত অব্যহত থাকে, যখন বুমেরাং চ্যানেল একটি ফেসলিফ্ট পায়। ২০১২ সালের শেষ দিকে এটি এটির যুক্তরাজ্য প্রতিপক্ষের থেকে গ্রাফিক্স নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "TransACT to offer more free, pay-television channels"। ক্যানবেরা টাইমস। ১৩ এপ্রিল ২০০৪। পৃষ্ঠা ৫। 
  2. [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ আগস্ট ২০০৭ তারিখে
  3. "Cartoon Network Australia Signs Deal With Stan VOD Service"রেগুলারক্যাপিটাল। টার্নার ব্রডকাস্টিং সিস্টেম এশিয়া-প্যাসিফিক (সংবাদ বিজ্ঞপ্তি)। ১৯ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২ 
  4. নক্স, ডেভিড (১৯ মার্চ ২০২১)। "Fetch TV losing CNN, Cartoon Network, Boomerang"। টিভি টুনাইট। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২ 
  5. অ্যাডাল্ট সুইম

বহিঃসংযোগ সম্পাদনা