কামরুল আহসান (প্রকৌশলী)
কামরুল আহসান একজন বাংলাদেশী প্রকৌশলী। তিনি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বর্তমান উপাচার্য।[১]
কামরুল আহসান | |
---|---|
উপাচার্য | |
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৪ ফেব্রুয়ারি ২০২২ | |
পূর্বসূরী | জামিলুর রেজা চৌধুরী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বার্মিংহাম বিশ্ববিদ্যালয় |
পেশা | প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
শিক্ষাজীবন
সম্পাদনাতিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে মেটালার্জি ও ম্যাটেরিয়ালস বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
সম্পাদনাকামরুল আহসান আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব টেকনিক্যাল মালয়েশিয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিন দশকের বেশি সময় অধ্যাপনা ও গবেষণা করেছেন। তিনি ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পরবর্তী চার বছরের জন্য ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য হিসেবে যোগ দেন।[৩][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ইউএপির নতুন উপাচার্য কামরুল আহসান"। কালের কণ্ঠ। ১৬ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২।
- ↑ "ইউএপির উপাচার্য অধ্যাপক কামরুল আহসান"। যুগান্তর। ১৬ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২।
- ↑ "ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য হলেন অধ্যাপক কামরুল আহসান"। নতুন বার্তা। ১৬ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২।
- ↑ "ইউএপির নতুন উপাচার্য কামরুল আহসান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৬ ফেব্রুয়ারি ২০২২। ২১ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২।