কামরুল আহসান (প্রকৌশলী)

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য

কামরুল আহসান একজন বাংলাদেশী প্রকৌশলী। তিনি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বর্তমান উপাচার্য।[১]

কামরুল আহসান
উপাচার্য
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৪ ফেব্রুয়ারি ২০২২
পূর্বসূরীজামিলুর রেজা চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্মবাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়
পেশাপ্রকৌশলী, বিশ্ববিদ্যালয় প্রশাসক

শিক্ষাজীবন সম্পাদনা

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে মেটালার্জি ও ম্যাটেরিয়ালস বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

কামরুল আহসান আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব টেকনিক্যাল মালয়েশিয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিন দশকের বেশি সময় অধ্যাপনা ও গবেষণা করেছেন। তিনি ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পরবর্তী চার বছরের জন্য ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য হিসেবে যোগ দেন।[৩][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউএপির নতুন উপাচার্য কামরুল আহসান"কালের কণ্ঠ। ১৬ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২ 
  2. "ইউএপির উপাচার্য অধ্যাপক কামরুল আহসান"যুগান্তর। ১৬ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২ 
  3. "ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য হলেন অধ্যাপক কামরুল আহসান"নতুন বার্তা। ১৬ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২ 
  4. "ইউএপির নতুন উপাচার্য কামরুল আহসান"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৬ ফেব্রুয়ারি ২০২২। ২১ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২