জালালউদ্দীন মুহাম্মাদ কামরুদ্দৌলা (মৃত্যু. আনু. ১৮৩৪ বা ১৮৩৬) ছিলেন ঊনিশ শতকের ঢাকা বা জাহাঙ্গীরনগরের দ্বাদশ নায়েব নাজিম। তিনি ছিলেন তার পূর্বসূরী নায়েব নাজিম শামসুদ্দৌলার পুত্র[২] এবং তার উত্তরসূরী নায়েব নাজিম গাজীউদ্দীন হায়দারের পিতা।[১]

জালালউদ্দীন মুহাম্মাদ কামরুদ্দৌলা
নায়েব নাজিম
নবাব
নওয়াব
জাহাঙ্গীরনগরের ১২তম নায়েব নাজিম
নিয়াবত১৮৩১-১৮৩৪
পূর্বসূরিশামসুদ্দৌলা
উত্তরসূরিগাজীউদ্দীন হায়দার
জন্ম?
মৃত্যু১৮৩৪ (মতান্তরে. ১৮৩৬)[১]
বংশধরগাজীউদ্দীন হায়দার
পিতাশামসুদ্দৌলা
ধর্মইসলাম

জীবন সম্পাদনা

কামরুদ্দৌলা ১৮৩১ সালে ঢাকার নায়েব নাজিমের পদে আসীন হন। তিনি নায়েব নাজিম শামসুদ্দৌলার পুত্র ও উত্তরসূরী ছিলেন।[১] তার পিতাও তার পিতামহ জসরত খানকে নায়েব নাজিম হিসেবে স্থলাভিষিক্ত করেন। ১৭৬৫ সাল থেকে নায়েব নাজিম পদটি কামরুদ্দৌলার পিতামহ জসরত খানের পরিবারের জন্য বংশানুক্রমিক পদে পরিণত হয়। জসরত খান ১৭৫৫-৬২ এবং ১৭৬৫–১৭৭৮ এ দুই মেয়াদে নায়েব নাজিম পদে অধিষ্ঠিত ছিলেন। জসরত খানের দ্বিতীয় মেয়াদের পরে তার তিন নাতি হাশমত জঙ্গ (১৭৭৮-১৭৮৫), নুসরাত জঙ্গ (১৭৮৫-১৮২২) এবং কামরুদ্দৌলার পিতা শামসুদ্দৌলা (১৮২২-১৮৩১) পরপর নায়েব নাজিম পদে অভিষিক্ত হন।[৩] কামরুদ্দৌলা তার পিতা শামসুদ্দৌলাকে প্রতিস্থাপিত করেন।[৪] ১৭১৭ সালে পদ সৃষ্টি হওয়ার পর থেকে নায়েব নাজিমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাহাঙ্গীরনগর নিয়াবত শাসন করলেও ১৭৫৭ সালে ভারতে ব্রিটিশ শাসন কায়েম এবং ১৭৬৫ সালে ব্রিটিশরা দেওয়ানি (রাজস্ব ক্ষমতা) লাভের ফলে ঢাকার নায়েব নাজিমরা তাদের প্রকৃত ক্ষমতা হারায়। যার ফলে তাঁরা ছিলেন নিছক পদবি ও সামান্য ভাতার অধিকারী। কামরুদ্দৌলার আমলে তিনি নিজেও ব্রিটিশদের দ্বারা নিয়োগকৃত তেমনই একজন নামিক পদবীধারী নায়েব নাজিম ছিলেন।[২]

মৃত্যু ও উত্তরাধিকার সম্পাদনা

কামরুদ্দৌলা ১৮৩৪ সালে (মতান্তরে. ১৮৩৬ সাল) মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে তার পুত্র গাজীউদ্দীন হায়দার নায়েব নাজিম হন। তবে গাজীউদ্দীন নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে ঢাকা নিয়াবতের সমাপ্তি ঘটে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ইসলাম, সিরাজুল (২০১২)। "গাজীউদ্দীন হায়দার"ইসলাম, সিরাজুল; করিম, কেএম। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ (দ্বিতীয় সংস্করণ)। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ 
  2. ইসলাম, সিরাজুল (২০১২)। "নায়েব নাজিম"ইসলাম, সিরাজুল; করিম, কেএম। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ (দ্বিতীয় সংস্করণ)। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ 
  3. Allen, Basil Copleston (১৯১২)। Dacca : Eastern Bengal District Gazetteers (ইংরেজি ভাষায়)। Concept Publishing Company। আইএসবিএন 9788172681944 
  4. ইসলাম, সিরাজুল (২০১২)। "নওয়াব"ইসলাম, সিরাজুল; করিম, কেএম। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ (দ্বিতীয় সংস্করণ)। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ