জাহাঙ্গীরনগর

ঢাকা শহরের প্রাচীন নাম
(জাহাঙ্গীর নগর থেকে পুনর্নির্দেশিত)

জাহাঙ্গীরনগর ঢাকা শহরের প্রাচীন নাম। মোগল শাসন কালে সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর।

ঢাকা(জাহাঙ্গীর নগর)

নামকরণ

সম্পাদনা

১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন।[] প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর। ১৬১৩ সালে মৃত্যুর আগে সুবেদার দলুয়া বা ধোলাই নদীর (বর্তমান বুড়িগঙ্গা) তীরে একটি দুর্গ প্রতিষ্ঠা করেন যার নাম ছিল “কেল্লা-ই-জাহাঙ্গীর”। এই কেল্লাতেই পরবর্তীকালে ইংরেজরা নবাব সিরাজদৌলার স্ত্রী-সন্তানদের বন্দী করে রেখে ছিল।

বিশ্ববিদ্যালয়

সম্পাদনা

এই নামটির প্রতি শ্রদ্ধা জানাতে, ১৯৭০ সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় যা পরবর্তী কালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হিসাবে ঢাকার অদূরে সাভার এলাকায় প্রায় ৬৯৭.৫৬ একর এলাকায় একটি সম্পূর্ণ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৪০০ বছরের বর্ষপঞ্জি"। ২০ আগস্ট ২০১৩ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৩ 
  2. "The Daily Janakantha"web.archive.org। ২০১৬-০৩-০৪। ২০১৬-০৩-০৪ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০২০-১১-১০