কাদম্বরী (চলচ্চিত্র)
কাদম্বরী হল ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। এই ছবির পরিচালক সুমন ঘোষ এবং প্রযোজক রাকেশ সিং। এই ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতৃজায়া কাদম্বরী দেবীর বায়োপিক। কঙ্কনা সেন শর্মা ও পরমব্রত চট্টোপাধ্যায় এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।[১][২][৩][৪]
কাদম্বরী | |
---|---|
পরিচালক | সুমন ঘোষ |
প্রযোজক | রাকেশ সিং |
রচয়িতা | সুমন ঘোষ |
শ্রেষ্ঠাংশে | নিচে দেখুন |
সুরকার | বিক্রম ঘোষ |
চিত্রগ্রাহক | বরুণ মুখোপাধ্যায় |
সম্পাদক | সুজয় দত্তরায় |
মুক্তি |
|
স্থিতিকাল | ৮৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনাএই ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতৃজায়া ও দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ কাদম্বরী দেবীর বায়োপিক। রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কাদম্বরী দেবীকে বিবাহ করেছিলেন। ১৮৬৮ সালে কাদম্বরী যখন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আসেন তখন রবীন্দ্রনাথের বয়স ৭। কাদম্বরী তার থেকে দুই বছরের বড়ো ছিলেন। অল্পদিনের মধ্যে রবীন্দ্রনাথ কাদম্বরীর বন্ধু ও খেলার সঙ্গীতে পরিণত হন। তিনি রবীন্দ্রনাথকে অনেক কবিতা ও গান লিখতে অনুপ্রাণিত করেন।। ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর রবীন্দ্রনাথ মৃণালিনী দেবীকে বিবাহ করেন। এই বিবাহের চার মাস পরে ১৮৮৪ সালের ২১ এপ্রিল কাদম্বরী দেবী আত্মহত্যা করেছিলেন। পরিচালক এই ঘটনাগুলিকেই এই ছবিতে তুলে ধরেছেন এবং রবীন্দ্রনাথ ও কাদম্বরী দেবীর সম্পর্কটিকে বিশেষভাবে উল্লেখ করেছেন।
অভিনেতা-অভিনেত্রী
সম্পাদনা- কঙ্কনা সেন শর্মা - কাদম্বরী দেবী
- পরমব্রত চট্টোপাধ্যায়- রবীন্দ্রনাথ ঠাকুর
- কৌশিক সেন - জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
- তিতাস ভৌমিক - জ্ঞানদানন্দিনী দেবী
- সঞ্জয় নাগ - দেবেন্দ্রনাথ ঠাকুর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Konkona plays Kadambari Debi in Suman Ghosh's film"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২৮ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৬।
- ↑ "Kadambari Movie Review, Trailer, & Show timings at Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৬।
- ↑ "'কাদম্বরী': রবি জীবনের ধ্রুবতারা যখন পর্দায়"। bdnews24। ২৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৬।
- ↑ "আমার প্রাণের পরে চলে গেল কে"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে কাদম্বরী (ইংরেজি)