কাটলা ইউনিয়ন
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার একটি ইউনিয়ন
কাটলা ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১]
কাটলা | |
---|---|
ইউনিয়ন | |
২নং কাটলা ইউনিয়ন | |
বাংলাদেশে কাটলা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°২২′১৯″ উত্তর ৮৮°৫৮′৫০″ পূর্ব / ২৫.৩৭১৯৪° উত্তর ৮৮.৯৮০৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | দিনাজপুর জেলা |
উপজেলা | বিরামপুর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ নাজির হোসেন |
আয়তন | |
• মোট | ১,৬৪৮ হেক্টর বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৭,২৪৬ |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫.০৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
প্রশাসনিক তথ্য
সম্পাদনাভৌগলিকভাবে এই ইউনিয়ন শাখা যমুনা নদীর তীরে অবস্থিত। ইউনিয়নের মোট আয়তন ১৬৪৮ হেক্টর এবং মোট জনসংখ্যা ১৭২৪৬ জন। এর মধ্যে পুরুষ ৮৭৪১ জন এবং মহিলা ৮৫০৫ জন।
ভোটার সংখ্যা
সম্পাদনা- মোট ভোটার সংখ্যা :১১৬১৬ জন
- পুরুষ ভোটার :৫৭৪৩ জন
- মহিলা ভোটার :৫৮৭৩
শিক্ষা
সম্পাদনাইউনিয়নে একটি মহাবিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় একটি নিম্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় আছে। এছাড়াও ১৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়,এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসা ৩টি আছে। এবং ৩টি হাফেজিয়া মাদ্রাসা আছে ১ কাটলা হাফেজিয়া মাদ্রাসা ২ কাটলা মোল্লাপাড়া হাফেজিয়া মাদ্রাসা ,৩ শৈলান হাফেজিয়া মাদ্রাসা
অর্থনীতি
সম্পাদনাকাটলার অর্থনীতি কৃষি নির্ভর। এখানে উৎপাদিত প্রধান প্রধান ফসল হল বোরো, আমন, গম, সরিষা ও পাট।
- কৃষি জমির পরিমাণ: ২৮৩৪ হেক্টর
- আবাদ যোগ্য জমির পরিমাণ: ১৩৩০ হেক্টর
- অগভীর নলকুপের সংখ্যা: ৪৫০ টি
- গভীর নলকুপের সংখ্যা : ২২ টি
- বিদুৎতায়িত গ্রাম :১৭টি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৫ অক্টোবর ২০১৮। ১০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |