কাঞ্চনা মৈত্র
ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
কাঞ্চনা মৈত্র (জন্ম: ১৭ আগস্ট ১৯৮০)[১] একজন ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০৮ সালে পরিচালক অতনু বোস এর সেদিন দুজনে চলচ্চিত্র-র মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তিনি ২০২১ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।[২][৩][৪][৫]
কাঞ্চনা মৈত্র | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনয়শিল্পী |
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
কর্মজীবন
সম্পাদনাকাঞ্চনা ২০০৮ সালে অতনু বোস পরিচালিত সেদিন দুজনে চলচ্চিত্রে মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। কিন্তু তিনি ২০১১ সালে বাই বাই ব্যাংকক সিনেমাতে অভিনয় করার পর পরিচিত লাভ করেন। তিনি ২০১২ সালে সুব্রত সেন-র কয়েকটি মেয়ের গল্প এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়-র একসিডেন্ট ছবিতে অভিনয় করেন।
চলচ্চিত্র
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০০৮ | সেদিন দুজনে | |||
পাখি | ||||
২০১১ | বাই বাই ব্যাংকক | নন্দিতা বাগচী | ||
২০১২ | ৮:০৮ এর বনগাঁ লোকাল | সিমা | ||
অ্যাক্সিডেন্ট | রুমকি | |||
কয়ছকটি মেয়ের গল্প | রেশমি | |||
২০১৩ | মহাপুরুষ ও কাপুরুষ | |||
২০১৪ | অর্ধাঙ্গিনী | জ্যোতি | ||
১০ই জুলাই | ||||
বয় ফ্রেন্ড লেনি আম্মায় উন্দা | তেলুগু চলচ্চিত্র | |||
এক এক্কে দুই | ||||
পতি পরমেশ্বর | ||||
২০১৫ | শাজারুর কাটা | |||
রুম নং ১০৩ | ||||
নকশাল | ||||
২০১৭ | বিলু রাক্ষস | |||
গুহা মানব | ||||
২০১৮ | টুসকি | |||
২০১৯ | জানবাজ | |||
২০২০ | রক্ত রহস্য | |||
২০২২ | রিয়েলিটি শো | |||
২০২৩ | নন্টে ফন্টে | অনির্বাণ চক্রবর্তী | ||
২০২৪ | আবার আসিব ফিরে | দেবপ্রতিম দাশগুপ্ত |
ধারাবাহিক
সম্পাদনাসাল | ধারাবাহিক | চরিত্র | চ্যানেল |
---|---|---|---|
২০১৩ - ২০১৪ | সখি | মীনাক্ষী | স্টার জলসা |
২০১৫ - ২০১৬ | তুমি রবে নীরবে | রোতি রায় | জি বাংলা |
২০১৬ | ব্যোমকেশ | মালতি | কালার্স বাংলা |
২০১৬ | প্রেমের ফাঁদে | শিউলি গাঙ্গুলী | জি বাংলা |
২০১৬ - ২০১৭ | বেনে বউ | অজন্তা | কালার্স বাংলা |
২০১৬ -২০১৮ | জরোয়ার ঝুমকো | ইলোরা রায় | জি বাংলা |
২০১৭ - ২০১৮ | ভজ গোবিন্দ | নীপা | স্টার জলসা |
২০১৮ - ২০২০ | হৃদয় হরণ বি.এ. পাস | বিনা | জি বাংলা |
২০১৯ - বর্তমান | সাঁঝের বাতি | ঝুম্পা | স্টার জলসা |
২০২০ | বাঘ বন্দি খেলা | রায়-র কাকিমা | জি বাংলা |
২০২০ - ২০২২ | যমুনা ঢাকি | রাগিনী | জি বাংলা |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kanchana Moitra: Movies, Photos, Videos, News, Biography & Birthday | Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১২।
- ↑ "Parno Mittra and 10 other Bengal actors join BJP"। www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৪।
- ↑ Desk, India com News (২০১৯-০৭-২১)। "Bengali Actor Rimjhim Mitra, Two Others Join BJP in Presence of WB Party President"। India News, Breaking News | India.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৪।
- ↑ আনন্দ, ওয়েব ডেস্ক, এবিপি (২০২০-১২-২১)। "কিছু নাচগান করা লোক, ধান্ধাবাজ দলে! কটাক্ষ সুজাতার, অনুশাসনে বিশ্বাসী, আমিত্ব মেনে চলি না, পাল্টা কাঞ্চনা"। ABP Ananda। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৪।
- ↑ Quint, The (২০১৯-০৭-১৯)। "QKolkata: 11 Actors Join BJP; Rose Valley Questions For Rituparna"। TheQuint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে কাঞ্চনা মৈত্র (ইংরেজি)