আবার আসিব ফিরে

দেবপ্রতিম দাশগুপ্ত পরিচালিত ২০২৪-এর চলচ্চিত্র

আবার আসিব ফিরে ২০২৪ সালের একটি বাংলা ভাষার ভারতীয় নাট্য চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেবপ্রতিম দাশগুপ্ত। অমলাদিত্য ফিল্মস অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্কস এর ব্যানারে প্রযোজনা করেছেন কেশবানন্দ মুখোপাধ্যায়, দেবদত্ত মুখোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তীর।[] প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায়, রিয়াঙ্কা রায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়কাঞ্চনা মৈত্র। অতিথি শিল্পী হিসেবে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ছবির গল্প আবর্তিত হয় ধাত্রীপুর গ্রামের বিত্তশালী বৃদ্ধ প্রাণেশবাবু এবং তাঁর মা-হারা নাতি প্রদ্যুতকে ঘিরে। যা ২৫ অক্টোবর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[][]

আবার আসিব ফিরে
প্রচারণা পোস্টার
পরিচালকদেবপ্রতিম দাশগুপ্ত
প্রযোজক
  • কেশবানন্দ মুখোপাধ্যায়
  • দেবদত্ত মুখোপাধ্যায়
  • মিঠুন চক্রবর্তীর
চিত্রনাট্যকারদেবপ্রতিম দাশগুপ্ত
কাহিনিকারদেবপ্রতিম দাশগুপ্ত
শ্রেষ্ঠাংশে
সুরকাররাতুল শঙ্কর
চিত্রগ্রাহকপরেমেশ্বর হালদার
সম্পাদকপার্থিব জোয়ারদার
প্রযোজনা
কোম্পানি
অমলাদিত্য ফিল্মস অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্কস
মুক্তি
  • ২৫ অক্টোবর ২০২৪ (2024-10-25)
স্থিতিকাল১১৯ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

চলচ্চিত্রের রাতুল শঙ্কর সঙ্গীত পরিচালনা করেছেন এবং পরেমেশ্বর হালদার চিত্রগ্রহণ করেছেন। ছবিতে মোট ১১টি গান রয়েছে। গেয়েছেন রূপম ইসলাম, দুর্নিবার সাহা, জোজো, তিতাস ভ্রমর সেন, দেব চৌধুরী, অমৃতা দত্ত, সৌমি মুখোপাধ্যায়।[]

পটভূমি

সম্পাদনা

প্রাণেশবাবু, ধাত্রীপুর গ্রামের এক ধনী বৃদ্ধ, তাঁর মা-হারা নাতি প্রদ্যুতকে বহু বছর পর দেশে ফিরিয়ে আনেন। আমেরিকাবাসী প্রদ্যুতের ফিরে আসা প্রাণেশবাবুর জীবনে আনন্দের সঞ্চার করে। একদিন প্রাণেশবাবু নাতির ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে, প্রদ্যুত জানান যে, তিনি গোটা বিশ্বকে ঘনিষ্ঠভাবে চিনতে চান। কিন্তু এতে বিপুল অর্থের প্রয়োজন, যা তাঁর নাগালের বাইরে। দাদু প্রাণেশবাবুকে আশ্বাস দেন যে অর্থ তিনি জোগাড় করবেন, তবে বিনিময়ে কিছু গুরুদায়িত্ব পালন করতে হবে প্রদ্যুতকে।

প্রাণেশবাবুর এই শর্ত মেনে, প্রদ্যুত এক নতুন অভিযাত্রায় পা বাড়ায়। বাংলার বিভিন্ন অঞ্চল, যেমন সুন্দরবন, নবদ্বীপ, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, এবং পুরুলিয়ার মাটিতে, সে গান ও সংস্কৃতির মাধ্যমে বাংলার সৌন্দর্যকে আবিষ্কার করে। বাংলার প্রকৃতি ও সংস্কৃতির প্রেমে মগ্ন প্রদ্যুত তাঁর দেশে ফিরে যাওয়ার পূর্বে প্রতিজ্ঞা করে – ‘আবার আসিব ফিরে’।

অভিনয়শিল্পী

সম্পাদনা

মুক্তি

সম্পাদনা

চলচ্চিত্রটি ২০২৪ সালের ২৫শে অক্টোবর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরমা বিভাগে স্থান পায়।[][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ananda, A. B. P. (২০২৪-১০-১৬)। "ঋত্বব্রত, শান্তিলাল, মীর নিয়ে আসছেন নতুন ছবি, 'আবার আসিব ফিরে'"bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৬ 
  2. "Abar Ashibo Phire: চলতি মাসেই মুক্তি পাচ্ছে 'আবার আসিব ফিরে', ঋতব্রতর জন্মদিনেই সামনে এল ছবির প্রথম পোস্টার"bengali.news18.com। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৬ 
  3. "Abar Asibo FireyU"The Times of Indiaআইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-১১-০৬ 
  4. "Tollywood: 'সোনার বাংলা' চেনানোর দায়িত্বে ফাল্গুনী চট্টোপাধ্যায়, সঙ্গী মীর, শুভশ্রী"aajkaal.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৬ 
  5. "Abar Ashibo Phire: রূপসী বাংলা আর বিশ্বগ্রামের টানাপোড়েন, শিকড়ে ফিরে আসার আশা জাগিয়ে প্রিমিয়ারে নবপ্রজন্মের নতুন বার্তা দিল 'আবার আসিব ফিরে'"bengali.news18.com। সংগ্রহের তারিখ ২০২৪-১১-০৬ 
  6. Bharat, E. T. V. (২০২৩-১২-০২)। "বেঙ্গলি প্যানোরামা বিভাগে নির্বাচিত দেবপ্রতীমের ছবি 'আবার আসিব ফিরে', তালিকায় স্বস্তিকার 'বিজয়ার পরে'"ETV Bharat News। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৬ 
  7. "কাউন্টডাউন শুরু, চলচ্চিত্র উৎসবে দেখানো হতে পারে কোন কোন বাংলা ছবি? দেখুন তালিকা"Eisamay। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৬ 
  8. "KIFF: Bengali Panorama section welcomes fresh filmmakers"OTTPlay (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা