কাজী রওশন আক্তার

বাংলাদেশি মহিলা সরকারি কর্মকর্তা

কাজী রওশন আক্তার একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি ৩১ ডিসেম্বর ২০১৯ সাল থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[১][২] এর আগে তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরে মহাপরিচালক ও বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।[৩] সরকারের দায়িত্ব পালনে অনন্য সততা, দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের কারণে ২০১৮-১৯ সালের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন তিনি।[৪]

রওশন আক্তার
জন্ম
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ
পরিচিতির কারণনারী সচিব
অফিসমহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

জন্ম ও শিক্ষাজীবন সম্পাদনা

কাজী রওশন আক্তার মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিত্য অনার্সসহ এমএ ডিগ্রী অর্জন করে গভর্ন্যান্স স্টাডিজে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এমএ ডিগ্রী অর্জন করেন।[১]

কর্মজীবন সম্পাদনা

কাজী রওশন আক্তার প্রশাসন ক্যাডারের সপ্মতম সপ্তম ব্যাচের (১৯৮৫) একজন কর্মকর্তা। ১৫ ফেব্রয়ারি ১৯৮৮ সালে তিনি সহকারী কমিশনার হিসেবে চাকুরিতে যোগদেন। তিনি প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে মাঠ প্রশাসন সহ সরকারি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এনজিও বিষয়ক ব্যুরোতে সহকারী পরিচালক, বিসিএস প্রশাসন একাডেমির প্রথমে উপপরিচালক ও পরে পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। ১৫ অক্টোবর ২০০৬ সালে উপসচিব পদে পদোন্নতি লাভ করে মন্ত্রিপরিষদ বিভাগশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফেব্রুয়ারি ২০১২ সালে যুগ্মসচিব পদোন্নতি লাভ করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাসট্রিজ কর্পোরেশনের পরিচালক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব পদে দায়িত্ব পালন করেছেন।

৬ এপ্রিল ২০১৫ সালে তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন। এরপর তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ৮ নভেম্বর ২০১৮ সালে ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন এবং ২৩ ডিসেম্বর ২০১৮ সালে বিসিএস প্রশাসন একাডেমিতে রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১ জানুয়ারি ২০২০ সাল থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

পুরস্কার ও স্বীকৃতি সম্পাদনা

  • শুদ্ধাচার পুরস্কার ২০১৮-১৯ - সরকারের দায়িত্ব পালনে অনন্য সততা, দক্ষতা ও সৃজনশীলতার কারণে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩১ ডিসেম্বর ২০১৯। ২২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০ 
  2. "মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নতুন সচিব রওশন আক্তার"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩১ ডিসেম্বর ২০১৯। ২২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০ 
  3. "পূর্ণ সচিবের দায়িত্ব পেলেন ১১ কর্মকর্তা"Bangla Tribune। ২৭ মে ২০১৯। ২০২০-০১-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২২ 
  4. Dhakatimes24.com। "শুদ্ধাচার পুরস্কার পেলেন কাজী রওশন"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২০-০১-২২