কাউলজানী ইউনিয়ন

টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার একটি ইউনিয়ন
(কাউলজানী ইউনিয়ন, বাসাইল থেকে পুনর্নির্দেশিত)

কাউলজানী ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত বাসাইল উপজেলার একটি ইউনিয়ন।[১][২][৩]

কাউলজানী
ইউনিয়ন
কাউলজানী ঢাকা বিভাগ-এ অবস্থিত
কাউলজানী
কাউলজানী
কাউলজানী বাংলাদেশ-এ অবস্থিত
কাউলজানী
কাউলজানী
বাংলাদেশে কাউলজানী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৫′৫৯″ উত্তর ৯০°২′৫৯″ পূর্ব / ২৪.২৬৬৩৯° উত্তর ৯০.০৪৯৭২° পূর্ব / 24.26639; 90.04972 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাটাঙ্গাইল জেলা
উপজেলাবাসাইল উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
মানচিত্র
মানচিত্র

ভৌগোলিক উপাত্ত সম্পাদনা

কাউলজানি ইউনিয়ন টাঙ্গাইল জেলার অন্তর্গত বাসাইল উপজেলার একটি ইউনিয়ন। ইহা বাসাইল থেকে ৭ কিঃমিঃ উত্তরে অবস্থিত। এই ইউনিউনের পুর্বে সখীপুর উপজেলাধীন দাড়িয়াপুর ইউনিয়ন, পশ্চিমে বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়ন, উত্তরে কালিহাতী উপজেলাধীন নাগবাড়ী ইউনিয়ন।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

এই ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভাল। বিশেষ করে ২০০০ সালের পর থেকেই যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। উপজেলা বাসাইল থেকে কাউলজানীর উপরে সোজা চলে গেছে কালিহাতী উপজেলার রতনগঞ্জ। সাথে এই সড়কের সাথে সংযোগ হয়েছে কালিহাতি থানার বল্লা ইউনিয়নের সংযোগ। তবে কাউলজানী ইউনিয়ন থেকে ফুলকি ইউনউনের সংযোগ সড়ক এখনো হয় নাই যদিও দুটি ইউনিয়নই বাসাইল উপজেলা অধীনে।

হাটবাজারের তালিকা সম্পাদনা

এই ইউনিয়নে বেশ কিছু হাট ছিল যা সপ্তাহে একদিন বা দুদিন বসত। কাউলজানী উত্তর ও দক্ষিণ পাশে দুই হাট যা শুক্রবার, শনিবার ও মংগলবারে বস্ত। ডুমনীবাড়ি হাট বুধবারে বসত, সুন্না হাট সম্ভবত সোমবার বা বৃহষ্পতিবার বসত। কালের ব্যবধানে হাটগুলি অতলে তলিয়ে গেছে। তবে বেশির ভাগ হাট এখন প্রত্যহ বাজারে রুপ নিয়েছে সাথে নতুন বাজার হয়েছে। যেমন কাউলজানী বোর্ড বাজার এখন সবচেয়ে জামজমক বাজার সাথে ডুমনীবাড়ি, সুন্না, কলিয়া, মহেশখালি প্রত্যহ বাজার হিসেবে পরিচিত পেয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. এক নজরে কাউলজানী
  2. উপজেলা ভিত্তিক ইউনিয়ন তালিকা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮