"কলিজন অরবিট" (ইংরেজি: "কলিশন অরবিট") হল মার্কিন লেখক জ্যাক উইলিয়ামসনের (উইল স্টিউয়ার্ট নামে উল্লিখিত) লেখা একটি কল্পবিজ্ঞান ছোটোগল্প। গল্পটি অ্যাস্টাউন্ডিং সায়েন্স ফিকশন পত্রিকার জুলাই ১৯৪২ সংখ্যায় প্রকাশিত হয়েছিল।[১]

এই গল্পেই "টেরাফর্মিং" (ইংরেজি: Terraforming, বাংলায়: পৃথিবীকরণ) শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল। যদিও পৃথিবীকরণের ধারণাটি ইতিপূর্বেও বিভিন্ন আকারে কল্পবিজ্ঞান কথাসাহিত্যে ব্যবহৃত হয়েছিল।[২] এই গল্পে প্রতিপদার্থ ধারণাটিও ব্যবহৃত হয়েছিল।[৩]

গল্পটি উইলিয়ামসনের সিটি ধারাবাহিকের অংশ।[৪] মার্কিন ভূগোলবিদ রিচার্ড ক্যাথকার্ট "টু টেরাফর্ম" (ইংরেজি: to terraform) ক্রিয়াপদটির আনুষ্ঠানিক স্বীকৃতির সফল প্রচেষ্টা চালান এবং ১৯৯৩ সালে শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি নামক অভিধানের চতুর্থ সংস্করণে এটি প্রথম অন্তর্ভুক্ত হয়।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Jack Williamson"। Symmetry Magazine। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪ 
  2. "Science Fiction Citations: terraforming"। Jesse Word। ২৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪ 
  3. "Collision Orbit"ISFDB। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪ 
  4. *Fogg, Martyn J. (১৯৯৫), Terraforming: Engineering Planetary Environments, SAE, পৃষ্ঠা 9, 16, আইএসবিএন 1-56091-609-5 .

আরও দেখুন সম্পাদনা