কলকাতা মহানগর অঞ্চলের বিমানবন্দরগুলির তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

কলকাতা মহানগর অঞ্চল (কেএমএ) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মহানগরের একটি সংযুক্ত নগরাঞ্চল। এই মহানগর এলাকায় নিম্নলিখিত বিমানবন্দরগুলি আছে।

তালিকায় ব্যবহৃত সংকেতগুলি হল:

  • পরিষেবাপ্রাপ্ত শহর – বিমানবন্দরটি সাধারণত যে শহরের সঙ্গে যুক্ত। সর্বত্র পরিষেবাপ্রাপ্ত শহরের অভ্যন্তরে সংশ্লিষ্ট বিমানবন্দরটি অবস্থিত হয় না, বরং শহরের বাইরে কোনো ছোটো শহরে হয়ে থাকে।
  • আইসিএও (ICAO) – আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থা (আইসিএও) নির্ধারক অবস্থান নির্ণায়ক কোড
  • আইএটিএ (IATA) – আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) নির্ধারিত কোড
  • বিমানবন্দরের নাম – বিমানবন্দরের সরকারি নাম। যেসব বিমানবন্দরের নামের ক্ষেত্রে মোটা অক্ষর ব্যবহৃত হয়েছে সেখানে বাণিজ্যিক বিমানসংস্থাগুলির বিমান নির্দিষ্ট সময়সূচি মেনে ওঠানামা করে।
  • বিস্তারিত – সংশ্লিষ্ট বিমানবন্দর সম্পর্কে বিস্তারিত তথ্য।

বিমানবন্দর সম্পাদনা

পরিষেবাপ্রাপ্ত শহর আইসিএও আইএটিএ বিমানবন্দরের নাম বিস্তারিত
কলকাতা VECC CCU নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভারতের সমস্ত প্রমুখ বিমানবন্দরের সঙ্গে বিমানপথে যুক্ত।
কলকাতা VEBA বেহালা বিমানবন্দর বেহালা ফ্লাইং ক্লাব নামে পরিচিত । মাত্র ১ কিমি (০.৬২ মা) রানওয়ে।
ব্যারাকপুর VEBR ব্যারাকপুর বিমানবাহিনী স্টেশন ভারতীয় বিমানবাহিনী । ১.৮ কিমি রানওয়ে।
কাঁচড়াপাড়া VEKP কাঁচরাপাড়া বিমান অবতরণ ক্ষেত্র

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা