কমিউনিস্ট বিপ্লবী পার্টি

কমিউনিস্ট বিপ্লবী পার্টি, ভারতের কেরলের একটি রাজনৈতিক দল। এর নেতৃত্বে ছিলেন কেপিআর গোপালন।[১] দলটি ১৯৭০ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, সফল হয়নি।[২] এটি অবশ্য তাৎপর্যপূর্ণ ছিল কারণ এটিই ছিল এআইসিসিসিআর ঐতিহ্য থেকে আসা প্রথম দল যারা বিপ্লবী উদ্দেশ্যে নির্বাচন ব্যবহার করার চেষ্টা করেছিল।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Singh, Prakash, The Naxalite Movement in India. New Delhi: Rupa & Co., 1999, আইএসবিএন ৮১-৭১৬৭-২৯৪-৯, p. 64.
  2. Mohanty, Manoranjan. Revolutionary Violence. A Study of the Maoist Movement in India. New Delhi: Sterling Publishers, 1977. p. 179