যুব কমনওয়েলথ গেমস

(কমনওয়েলথ যুব গেমস থেকে পুনর্নির্দেশিত)

যুব কমনওয়েলথ খেলা বা যুব কমনওয়েলথ গেমস হল কমনওয়েলথ গেমস ফেডারেশন কর্তৃক আয়োজিত একটি বহু ক্রীড়া প্রতিযোগিতা। এটিও বর্তমান কমনওয়েলথ গেমসের মতই চার বছর পর পর অনুষ্ঠিত হয়। যুব কমনওয়েলথ খেলার প্রথম আসর ২০০০ সালের ১০—১৪ আগস্ট স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত হয়েছিল। ১৪-১৮ বছর বয়সী ক্রীড়াবিদরাই শুধুমাত্র এ খেলায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হয়।

ইতিহাস সম্পাদনা

১৯৯৭ সালে কমনওয়েলথ গেমস ফেডারেশন কমনওয়েলথ যুব গেমস সংক্রান্ত একটি প্রস্তাব আলোচনার জন্য উপস্থাপন করে। ১৯৯৮ সালে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কমনওয়েলথ যুব গেমসের প্রথম সংস্করণ আয়োজিত হয় স্কটল্যান্ডের এডিনবার্গে ২০০০ সালের ১০ থেকে ১৪ আগস্টে। ৩ দিন ব্যাপী চলা এ আসরে ৮ ক্রীড়ার ৪৮৩টি পদকের জন্য ১৫টি দেশের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করে। এতে ৭৭৩জন ক্রীড়াবিদ, ২৮০ জন কারিগরি কর্মকর্তা-কর্মচারী এবং ৫০০জন সেচ্ছাসেবী অংশগ্রহণ করেছিল। অ্যাথলেটিকস, অসিচালনা, জিমন্যাস্টিকস, হকি, লন টেনিস, স্কোয়াস, সাঁতারভারোত্তলন এই আটটি ক্রীড়ায় প্রতিদ্বন্দ্বিতা হয়।

আসর সম্পাদনা

কমনওয়েলথ গেমসের স্বাগতিক শহরের অবস্থান
সংস্করণ বছর স্থান তারিখ জাতি প্রতিযোগী ক্রীড়া ইভেন্ট সর্বোচ্চ পদকধারী
I ২০০০   এডিনবার্গ, স্কটল্যান্ড ১০–১৪ আগস্ট ১৫ ৭৭৩ ১১২   ইংল্যান্ড
II ২০০৪   বেনদিগো, অস্ট্রেলিয়া ৩০ নভে:–৪ ডিসে: ২২ ৯৮০ ১০ ১৪৬   অস্ট্রেলিয়া
III ২০০৮   পুনে, ভারত ১২–১৮ অক্টোরবর ৭১ ১২২০ ১১৭   ভারত
IV ২০১১   আইল অফ ম্যান ৭–১৩ সেপ্টেম্বর ৬৩ ৮০৪ ১১২   ইংল্যান্ড
V ২০১৫   এপিয়া, সামোয়া ৫–১১ সেপ্টেম্বর ৬৩ ৯২৬ ১০৭   অস্ট্রেলিয়া
VI ২০১৭   নাস্সু, বাহামা দ্বীপপুঞ্জ ১৮–২৩ July ৬৫ ১০৩৪ ৯৬   ইংল্যান্ড
VII ২০২১ TBA TBD TBD TBD TBD TBD -

ক্রীড়া সম্পাদনা

পদক তালিকা সম্পাদনা

এটি সর্বকালীন কমনওয়েলথ যুব গেমসের পদক তালিকা। এতে ২০০০ থেকে ২০১৭ পর্যন্ত গেমসে জাতিরাষ্ট্র সমূহের অর্জিত পদক তালিকাভুক্ত করা হয়েছে।[১]

অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
  অস্ট্রেলিয়া (AUS)১৭১১৩৩১১২৪১৬
  ইংল্যান্ড (ENG)১৫৭১৩৫১০২৩৯৪
  দক্ষিণ আফ্রিকা (RSA)৫৩৭০৮০২০৩
  ভারত (IND)৫১৩৮৩৬১২৫
  নিউজিল্যান্ড (NZL)৪০৪৮৪৪১৩২
  স্কটল্যান্ড (SCO)৩৫৪২৭৫১৫২
  মালয়েশিয়া (MAS)২৪১৮১৩৫৫
  নাউরু (NRU)১৯২২
  ওয়েল্‌স্‌ (WAL)১৩৩৪৩০৭৭
১০  সিঙ্গাপুর (SIN)১২১১১৬৩৯
১১  কেনিয়া (KEN)১১২১
১২  কানাডা (CAN)২৭২৯৬৫
১৩  উত্তর আয়ারল্যান্ড (NIR)১৭২০৪৬
১৪  জ্যামাইকা (JAM)১৭
১৫  নাইজেরিয়া (NGR)১১
১৬  শ্রীলঙ্কা (SRI)১৪
১৭  সামোয়া (SAM)১১২১
১৮  উগান্ডা (UGA)১৫
১৯  সাইপ্রাস (CYP)১৪
২০  ফিজি (FIJ)
২১  গার্নসি (GUE)
২২  বতসোয়ানা (BOT)১০
২৩  জাম্বিয়া (ZAM)
২৪  রুয়ান্ডা (RWA)
২৫  বার্বাডোস (BAR)
২৬  বাহামা দ্বীপপুঞ্জ (BAH)১০১৩
২৭  জার্সি (JER)
২৮  নামিবিয়া (NAM)
২৯  পাপুয়া নিউগিনি (PNG)
  বাংলাদেশ (BAN)
৩১  ঘানা (GHA)
  বারমুডা (BER)
৩৩  অ্যান্টিগুয়া ও বার্বুডা (ATG)
৩৪  আইল অব ম্যান (IOM)
৩৫  ডোমিনিকা (DMA)
৩৬  কুক দ্বীপপুঞ্জ (COK)
  সলোমন দ্বীপপুঞ্জ (SOL)
৩৮  টোঙ্গা (TGA)
  ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ (IVB)
  সেন্ট লুসিয়া (LCA)
৪১  এ্যাঙ্গুইলা (AIA)
  গাম্বিয়া (GAM)
  গায়ানা (GUY)
  মোজাম্বিক (MOZ)
৪৫  মরিশাস (MRI)
৪৬  টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (TCI)
  নরফোক দ্বীপ (NFK)
৪৮  গ্রেনাডা (GRN)
  ত্রিনিদাদ ও টোবাগো (TTO)
  সেন্ট কিট্‌স ও নেভিস (SKN)
  সেশেলস (SEY)
মোট (৫১টি জাতি)৬৫২৬৩৯৬৪৫১৯৩৬

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Commonwealth Youth Games"। thecgf.com। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৭