কমনওয়েলথ গেমসে বাংলাদেশ

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের অংশগ্রহণ

কমনওয়েলথ গেমসে বাংলাদেশ এ পর্যন্ত ৮বার অংশগ্রহণ করেছে। ১৯৭৮ সালে এডমন্টনে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস প্রতিযোগিতায় সর্বপ্রথম অংশগ্রহণ করে। ১৯৯০ সালের পূর্ব-পর্যন্ত দলটি আর অংশগ্রহণ করেনি। এরপর থেকে বাংলাদেশ পুনরায় নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছে। এ পর্যন্ত বাংলাদেশ দল ৮বার কমনওয়েলথ গেমসে পদক লাভ করে। সবক’টি পদকই এসেছে শ্যুটিং বিষয়ে।

কমনওয়েলথ গেমসে
বাংলাদেশ

বাংলাদেশের জাতীয় পতাকা
সিজিএফ কোড  BAN
সিজিএ বাংলাদেশ অলিম্পিক সংস্থা
ওয়েবসাইটnocban.org
কমনওয়েলথ গেমস ইতিহাস (সারসংক্ষেপ)
কমনওয়েলথ গেমস

পদক তালিকা

সম্পাদনা
প্রতিযোগিতা স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ সর্বমোট
১৯৭৮ এডমন্টন
১৯৮২ ব্রিসবেন অংশগ্রহণ করেনি
১৯৮৬ এডিনবরা অংশগ্রহণ করেনি
১৯৯০ অকল্যান্ড
১৯৯৪ ভিক্টোরিয়া
১৯৯৮ কুয়ালালামপুর
২০০২ ম্যানচেস্টার
২০০৬ মেলবোর্ন
২০১০ নতুন দিল্লি
২০১৪ গ্লাসগো
২০১৮ গোল্ড কোস্ট
সর্বমোট

ক্রীড়া অনুযায়ী পদক

সম্পাদনা

বাংলাদেশ শ্যুটিং (বন্দুক চালনা ক্রীড়া) ছাড়া অন্য কোন ক্রীড়া/বিভাগে পদক জিততে পারেনি।

ক্রীড়াস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
  শ্যুটিং
মোট (১টি ক্রীড়া)

পদক বিজয়ী

সম্পাদনা

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের সবচেয়ে সফল পদকবিজয়ী ক্রীড়াবিদ হলো আসিফ হোসেন খান, যিনি একটি স্বর্ণ পদক, একটি রৌপ্য পদক ও একটি ব্রোজঞ্জ পদক জিতেছে। এছাডা আব্দুল্লাহ হেল বাকী তিনটি পদক জিতেছে।

পদক নাম খেলা ক্রীড়া বিষয়
  স্বর্ণ আতিকুর রহমান
আব্দুস সাত্তার
১৯৯০ অকল্যান্ড   শ্যুটিং পুরুষদের এয়ার পিস্তল -জুটি
  ব্রোঞ্জ আতিকুর রহমান
আব্দুস সাত্তার
১৯৯০ অকল্যান্ড   শ্যুটিং পুরুষদের ফ্রি পিস্তল -জুটি
  স্বর্ণ আসিফ হোসেন খান ২০০২ ম্যানচেস্টার   শ্যুটিং পুরুষদের এয়ার রাইফেল
  রৌপ্য আসিফ হোসেন খান
অঞ্জন কুমার সিংহ
২০০৬ মেলবোর্ন   শ্যুটিং পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল -জুটি
  ব্রোঞ্জ আবদুল্লাহ হেল বাকি
আসিফ হোসেন খান
২০১০ দিল্লি   শ্যুটিং পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল -জুটি
  রৌপ্য আবদুল্লাহ হেল বাকি ২০১৪ গ্লাসগো   শ্যুটিং পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল
  রৌপ্য আবদুল্লাহ হেল বাকি ২০১৮ গোল কোস্ট   শ্যুটিং পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল
  রৌপ্য সাকিল আহমেদ ২০১৮ গোল কোস্ট   শ্যুটিং পুরুষদের ৫০ মিটার এয়ার পিস্তল

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা