কপিলাবস্তু জেলা
নেপালের জেলা
(কপিলবস্তু জেলা থেকে পুনর্নির্দেশিত)
কপিলবস্তু জেলা (নেপালি: कपिलवस्तु जिल्ला শুনুন (সাহায্য·তথ্য), প্রায়ই কপিলবস্তু, হচ্ছে নেপালের পশ্চিমাঞ্চল বিকাস ক্ষেত্রের লুম্বিনী অঞ্চলের একটি জেলা। তোউলিহাওয়া হচ্ছে এই জেলার সদরদপ্তর। এই জেলার আয়তন ১,৭৩৮ কিমি২ (৬৭১ মা২)।। ২০০১ সালের আদমশুমারি অনুসারে এ জেলার লোকসংখ্যা ৪৮১,৯৭৬ জন এবং ২০১১ সালের আদমশুমারি অনুসারে লোকসংখ্যা ৫৭১,৯৩৬ জন।
কপিলবস্তু জেলা कपिलवस्तु जिल्ला | |
---|---|
জেলা | |
![]() নেপালের মানচিত্রে কপিলবস্তু জেলার অবস্থান | |
দেশ | ![]() |
বিকাস ক্ষেত্র | পশ্চিমাঞ্চল) |
অঞ্চল | Lumbini |
আয়তন | |
• মোট | ১৭৩৮ বর্গকিমি (৬৭১ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ৫,৭১,৯৩৬ |
• জনঘনত্ব | ৩৩০/বর্গকিমি (৮৫০/বর্গমাইল) |
সময় অঞ্চল | এনপিটি (ইউটিসি+৫:৪৫) |
প্রধান ভাষা(গুলি) | নেপালি |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |