কড়োলী রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি অ-তোপ সেলামী ষষ্ঠ শ্রেণীর ক্ষুদ্র দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি বোম্বে প্রেসিডেন্সির বরোদা, পশ্চিম ভারত ও গুজরাত রাজ্য এজেন্সির মহীকাণ্ঠা এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[১] রাজ্যটির রাজধানী ছিলো কড়োলী শহরে, যা বর্তমানে গুজরাত রাজ্যের সবরকাণ্ঠা জেলায় অবস্থিত৷

কড়োলী রাজ্য
કડોલી
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
অজ্ঞাত–১৯৪৮
জনসংখ্যা 
• ১৯০১
৯৩১
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
অজ্ঞাত
১০ জুন ১৯৪৮
উত্তরসূরী
ভারত

ইতিহাস সম্পাদনা

১৯০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে কড়োলী রাজ্যটির জনসংখ্যা ছিলো ৯৩১ জন৷ রাজ্যটির রাজস্বের পরিমান ছিলো ৩,৭৮১ ভারতীয় মুদ্রা, যার মধ্যে ৫১৩ মুদ্রা বরোদার গায়কোয়াড় ও ৯৩ মুদ্রা ইদার রাজ্যে কর হিসাবে দেওয়া হতো৷[২][৩] ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর কড়োলী রাজ্যের শেষ শাসক ভারতীয় অধিরাজ্যে যোগদানের ইচ্ছা প্রকাশ করে একীভূতকরণের দলিল স্বাক্ষর করলে ১৯৪৮ খ্রিস্টাব্দের ১০ই জুন তারিখে রাজ্যটিকে ভারতের বম্বে রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়৷[৪][৫] ১৯৬০ খ্রিস্টাব্দে বোম্বে রাজ্য দ্বিখণ্ডিত হয়ে মহারাষ্ট্র এবং গুজরাত প্রদেশ গঠন করলে পূর্বতন এই দেশীয় রাজ্যটি গুজরাত প্রদেশের অংশীভূত হয়।

শাসকবর্গ সম্পাদনা

কড়োলী দেশীয় রাজ্যের শাসকগণ ঝালা রাজবংশীয় মাকওয়ানা কোলী রাজপুত এবং তারা ঠাকুর সাহেব উপাধিতে ভূষিত হতেন৷

তথ্যসূত্র সম্পাদনা

  1. Imperial Gazetteer of India, v. 17, p. 384.
  2. http://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V17_020.gif Imperial Gazetteer
  3. Princely States of India
  4. Wiki Source, White Paper on Indian States (1950)/Part 4/Instrument of Accession 
  5. "VIJAYNAGAR"। ১৯ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৪