ওয়াহাব ইবনে মুনাব্বিহ

ওয়াহাব ইবনে মুনাব্বিহ ( আরবি: وهب بن منبه) ছিলেন ইয়েমেনের ধিমারে (সানা থেকে ২ দিন পথ) একজন মুসলিম বর্ণনাকারী; ৯০ বছরে তিনি মারা যান। ৭২৫, ৭২৮ ৭৩২ এবং ৭৩৭ খ্রিস্টাব্দে আরব কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত [১] তিনি পারস্য বংশোদ্ভূত ইয়েমেনী গোত্র বনু আলাহার (মুক্ত লোকের পুত্র) এর সদস্য ছিলেন। [২][৩][৪] তিনি ছিলেন একজন তাবেয়ী। এবং একজন ইসলাঈলী বর্ণনাকারী ছিলেন [৫]

ওয়াহাব ইবনে মুনাব্বিহ
জন্ম৩৪ হিজরী (৬৫৪/৬৫৫)
মৃত্যু৭২৫ খ্রিস্টাব্দ থেকে ৭৩৭ খ্রিস্টাব্দ [১]
যুগমধ্য যুগ
ভাবশিষ্য

জীবনী সম্পাদনা

ওয়াহাবের পিতা মুনাববিহ ইবনে কামিল ইসলাম ধর্ম গ্রহণ করেমুহাম্মদ (সা) এর সাহাবী ছিলেন। আল-তিবর আল-মাসলুক অনুসারে ওয়াহব নিজেই ইহুদী ধর্ম থেকে ইসলামে ধর্ম গ্রহণ করেন (১৩০ হিজরী, পৃ 41)। আল-নওয়াবী এবং ইবনে খালিকান -এর মতো অন্যান্য জীবনীবিদরা কখনো লিখেননি যে তিনি ইহুদি ছিলেন। আসল ব্যাপার হচ্ছে তিনি ইসরাঈলী বর্ণনা সম্পর্কে যথেষ্ট জ্ঞানী ছিলেন, যার উপর তিনি তা নিয়ে প্রচুর লিখেছিলেন, সম্ভবত এজন্য বলা হয়ে থাকে যে তিনি ইহুদি ছিলেন, যদিও তিনি তাঁর শিক্ষক ইবনে আব্বাসের কাছ থেকে তাঁর জ্ঞান অর্জন করছেন বলে জানা যায়। [১]

উমর ইবনে আবদুল আজিজের খেলাফতকালে ওয়াহবকে কাজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। [৬]

নব্বই বছর বয়সে তিনি মারা যান। [১][৬] আরও বলা হয় যে তিনি মারা গেছেন ১১৪ হিজরীতে।

পরিবার সম্পাদনা

তাঁর বাবার ঘরে তিনি ছিলেন পারস্য যোদ্ধাদের বংশোদ্ভূত, যারা আল-আব্না নামে পরিচিত। তাঁর মা হিমিয়ারি ছিলেন। [১]

ওয়াহাবের হাম্মাম ইবনে মুনাববিহ নামে এক ভাই ছিলেন, তিনি তাঁর সহিফায় ১৩৮ টি হাদীস লিখেছেন বলে জানা যায়। [৭]

প্রাপ্তি সম্পাদনা

কথিত আছে যে ওহাব নবীদের উপর সত্তরটিরও বেশি বই পড়েছিলেন এবং তিনি মুহম্মদ (সা) ও বাইবেলের ব্যক্তিত্ব সম্পর্কিত কাহিনী বর্ণনায় অত্যন্ত তুখোড় চর্চাকারী ছিলেন। [১] আবদুল্লাহ আল-আব্নাবী নামে তাঁর একটি পুত্র ছিল। [৫]

হাদীস সম্পাদনা

তিনি হাদীস তাদের থেকে বর্ণনা করেছেন:

তথ্যসূত্র সম্পাদনা

  1. Jewish Encyclopedia 
  2. Encyclopaedia of Islam 
  3. Thomas, David Richard; Roggema, Barbara (২০০৯)। Christian-Muslim Relations: A Bibliographical History (600-900) (ইংরেজি ভাষায়)। Brill Publishers। পৃষ্ঠা 36। আইএসবিএন 900416975X 
  4. Khalidi, Tarif (১৯৯৪-১২-০১)। Arabic Historical Thought in the Classical Period (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। পৃষ্ঠা 7। আইএসবিএন 9780521465540 
  5. "On The Transmitters Of Isra'iliyyat (Judeo-Christian Material)"www.islamic-awareness.org। সংগ্রহের তারিখ ২০১৬-১২-২১ 
  6. http://www.ghazali.org/articles/personalist.htm, referencing Tahdhib al-Tahdhib, XI. 166; Ab Nu‘aym, IV. 23-82; Mash…h†r, 122-3.
  7. "Hadith Book - Section Two"। ২০০৬-১১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৯