ওয়াসিল ইবনে আতা

মুসলিম ধর্মতাত্ত্বিক

ওয়াসিল ইবনে আতা (আরবি: واصل بن عطاء; ৭০০ – ৭৪৯) ছিলেন একজন গুরুত্বপূর্ণ মুসলিম ধর্মতাত্ত্বিক এবং আইনবিদ। তাকে মুতাজিলা মতবাদের জনক হিসেবে ধরা হয়।

মুসলিম দার্শনিক
ওয়াসিল ইবনে আতা
উপাধিআল গাজ্জাল
জন্ম৭০০ খ্রিষ্টাব্দ
মৃত্যু৭৪৯ খ্রিষ্টাব্দ
জাতিভুক্তআরব
যুগIslamic golden age
অঞ্চলমেসোপটেমিয়া
মাজহাবমুতাজিলা
মূল আগ্রহইসলামী ধর্মতত্ত্ব
উল্লেখযোগ্য ধারণাযুক্তিবাদমুতাজিলা মতবাদের প্রতিষ্ঠাতা, Free will of humans, Problem of evil in Islam, Indeterminism, Incompatibilism Metaphorical interpretation of the Qur'an
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন

ওয়াসিল ইবনে আতা আরব উপদ্বীপে ৭০০ সালে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে তিনি খলিফা আলি ইবনে আবি তালিবের নাতি আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনুল হানাফিয়ার অধীনে পড়াশোনা করেন। এরপর তিনি বসরা যান এবং হাসান বসরির অধীনে পড়াশোনা করেন। বসরায় তার চিন্তাপ্রসূত মতামত মুতাজিলা মতবাদের সৃষ্টিতে ভূমিকা রেখেছে।তিনি ছিলেন হাসান বসরীর শিষ্য ,একটি মাসলাকে কেন্দ্রকরে তিনি হাসান বসরীর মতাবাদ থেকে বের হয়ে নিজে একটি মতাদর্শ চালু করেন,, যা হলো মুতাজিলা মতবাদ।

ওয়াসিল ইবনে আতা ৭৪৮ খ্রিষ্টাব্দে আরব উপদ্বীপে মৃত্যুবরণ করেন। তিনি আমর ইবনে উবাইদের বোনকে বিয়ে করেছিলেন।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Mir Valiuddin. [evans-experientialism.freewebspace.com/muslim_philosophy011.htm][অনির্ভরযোগ্য উৎস?]

বহিঃসংযোগ সম্পাদনা


টেমপ্লেট:Islamic-theologian-stub