ওভি (নকিয়া)

নোকিয়া দ্বারা প্রাক্তন ইন্টারনেট পরিষেবা
(ওভি (নোকিয়া) থেকে পুনর্নির্দেশিত)

ওভি হলো নকিয়ার ইন্টারনেট সেবাসমূহের ব্র্যান্ড। ওভি সেবাসমূহ মোবাইল ফোন, কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করা যায়। নকিয়া প্রধানত পাঁচটি ক্ষেত্রের উপর আলোকপাত করে; গেম, মানচিত্র, মিডিয়া, বার্তা আদান-প্রদান এবং গান। নকিয়ার লক্ষ্য ওভির মাধ্যমে তৃতীয় পক্ষ ডেভেলপারদেরকে যুক্ত করা। নকিয়া তাদের ওভি সেবাসমূহকে প্ল্যাটফর্মে রূপ দিতে চলেছে।

ওভি বাই নকিয়া
উন্নয়নকারীনকিয়া
প্রাথমিক সংস্করণআগস্ট ২০০৮; ১৫ বছর আগে (2008-08) (Public beta)
মে ২০০৯; ১৪ বছর আগে (2009-05)
অপারেটিং সিস্টেমSymbian OS (S60)
Series 40
Microsoft Windows
OS X
প্ল্যাটফর্মS60
Series 40
PC (through Ovi Suite)
Web
ধরনঅনলাইন মোবাইল স্টোর
ওয়েবসাইটweb.archive.org/web/20070705102541/http://www.ovi.com/

সেবাসমূহ সম্পাদনা

ওভি স্টোর সম্পাদনা

২০০৯ সালের মে মাসে ওভি স্টোর সেবা চালু হয়। ওভি অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এর মাধ্যমে হ্যান্ডসেটে মোবাইল গেম, অ্যাপ্লিকেশন, ভিডিও, ছবি এবং রিংটোন ডাউনলোড করতে পারে। ডিসেম্বর ২০১১ পর্যন্ত ওভি স্টোরে ১,১৬,৫৮৩ অ্যাপ্লিকেশন আছে।

ওভি মেইল সম্পাদনা

ওভি মেইল নকিয়া মোবাইল ফোন ও ডেস্কটপ ব্রাউজার থেকে ব্যবহার করা যায়। ২০০৮ সালের ডিসেম্বরে এর বেটা সংস্করণ মুক্তি পায় এবং ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারিতে সকল ওভি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়। প্রথম ছয় মাসেই এতে দশ লক্ষ অ্যাকাউন্ট খোলা হয়[১] এবং এক বছরে তা পঞ্চাশ লক্ষ ছাড়িয়ে যায়।[২] ৩৫টিরও বেশি সিমবিয়ান৪০ এবং সিমবিয়ান৬০ সমর্থিত হ্যান্ডসেটে ওভি মেইল সমর্থন করে। ফায়ারফক্স, অপেরা, গুগল ক্রোম ও ইন্টারনেট এক্সপ্লোরারেও এই মেইল সমর্থন করে।

ইনস্ট্যান্ট মেসেজিং সম্পাদনা

নকিয়ার বর্তমান হ্যান্ডসেটসমূহে জনপ্রিয় তাৎক্ষণিক বার্তা সেবাদাতা ছাড়াও ওভি ব্যবহারকারীরা তাদের ওভি অ্যাকাউন্ট এর মাধ্যমেও তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান করতে পারে।

ওভি শেয়ার সম্পাদনা

ওভি শেয়ারের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি ও ভিডিও আপলোড করতে পারে।

ওভি মিউজিক স্টোর সম্পাদনা

ওভি মিউজিক স্টরে ১১ লক্ষেরও বেশি গান রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://press.nokia.com
  2. "CES: Nokia CEO says 4.6 bln mobile users, 5 mln Ovi email users"। ৯ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১২ 

বহিঃসংযোগ সম্পাদনা